সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
'মঞ্জু মা'র প্রথম 'কান' যাত্রা
গ্রাঁ প্রি সম্মান পেয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া। 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমার জন্য এই পুরস্কার পেলেন তিনি। এই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী ছায়া কদম। 'লাপাতা লেডিস'-এর 'মঞ্জু মা'র চরিত্রে তিনি মন জয় করেছেন দর্শকের। কান চলচ্চিত্রে তাঁর এই প্রথম ডেবিউ। ছায়া 'কান'-এর সাক্ষাৎকারে বলেন, এত বছর কাজ করার পরে এই বছরটা তাঁর জন্য বিশেষ। দর্শকদের থেকে এত সম্মান, এত প্রশংসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অভিনেত্রী।
সুহানাকে জড়িয়ে আবেগী শাহরুখ
অসুস্থতাকে অগ্রাহ্য করে আইপিএল ফাইনালে চেন্নাই পৌঁছেছিলেন শাহরুখ। কেকেআর আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিততেই জড়িয়ে ধরলেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খানকে। মেয়ে সুহানা খানের সঙ্গে আবেগপ্রবণ মুহূর্তও নজর কাড়ল নেটিজেনদের। দল জেতার পর বাবাকে জড়িয়ে ধরলেন সুহানা। চোখে জল নিয়ে তাঁকে বলতে শোনা গেল, "আমি খুব খুশি, তুমি এবার খুশি তো?" কিং খানের পরিবারের এই আবেগী মুহূর্তই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
'মার্ডার'-এ প্রথম পছন্দ ছিলেননা ইমরান
ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত অভিনীত ২০০৪ সালে 'মার্ডার' ছবিটি রাতারাতি দর্শকের কাছে সেনসেশন হয়ে ওঠে। এই ছবির জন্য বিপুল জনপ্রিয়তা পান ইমরান হাশমি। তবে এই ছবির জন্য ইমরান নয় প্রযোজক মুকেশ ভাটের প্রথম পছন্দ ছিল অভিনেতা রাজনীশ দুগ্গল। এই ছবির চিত্রনাট্য যখন রাজনীশ শোনেন, তখন তিনি বলেন, তাঁর প্রেমিকা আছে, তাই অন্তরঙ্গ দৃশ্যে তিনি অভিনয় করতে পারবেন না। এরপরই ভাগ্যের শিকে ছিঁড়ল ইমরানের।
স্পোর্টস ম্যান শাহরুখ
বলিউডের কিং খান, তাঁকে একবার চোখের সামনে দেখার জন্য স্বপ্ন দেখেন তাঁর অনুরাগীরা। শাহরুখের সিনেমা মানেই অনুরাগীদের ভিড় জমে সিনেমা হলে। যাঁর অভিনয় থেকে অ্যাকশনে মজেছে গোটা বিশ্ব, তিনি কিনা কোনওদিন অভিনেতা হতেই চাননি? মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, তিনি কোনও দিন অভিনেতা হতে চাননি। খেলার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বরাবর।
