আজকাল ওয়েবডেস্ক: ভোটের আবহে যোগীরাজ্যে গণধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরী। অভিযোগের তির গ্রামেরই তিন যুবকের বিরুদ্ধে বুধবার গণধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে জানায় পুলিশ। এই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের ঘটনাটি ঘটেছে ১৯ মে, আমেঠিতে। নির্যাতিতার মা জানিয়েছেন, সেদিন রাতে গ্রামেরই এক নির্জন জায়গায় কিশোরীকে গল্প করতে ডাকে তিন অভিযুক্ত। মাঠের ধারে কিশোরীকে গণধর্ষণ করে তারা। এরপর পালিয়ে যায়। বাড়িতে এসে ধর্ষণের কথা পরিবারকে জানায় কিশোরী।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও এক অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।