আজকাল ওয়েবডেস্ক : ভুয়ো তথ্য এবং ভুয়ো ভিডিওগুলিকে চিহ্নিত করতে বলে সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে। এই অ্যাডভাইজারিতে বলা হয়েছে, ভুয়ো তথ্য এবং ভুয়ো ভিডিও চিহ্নিত করতে যা যা করণীয় তা যেন করা হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তা সুনিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রক বলেছে, ভুয়ো তথ্য ও ভিডিও চোখে পড়লে দ্রুত এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ২০২১-এর তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রিপোর্ট করার ৩৬ ঘন্টার মধ্যে সেই কন্টেন্ট সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তথ্য প্রযুক্তি আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
