শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ মে ২০২৪ ১৪ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একনম্বরে থেকে প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করেছে কেকেআর। আজ নাইটদের সামনে আসল অগ্নিপরীক্ষা। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদ। আজ জিতলেই সরাসরি ফাইনাল। হারলেও একটা সুযোগ থাকবে। শুক্রবার আরসিবি এবং রাজস্থান রয়্যালস ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলতে হবে। এই সুযোগ শুধুমাত্র প্রথম দুইয়ে থাকা দলের জন্য। কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও একটি প্রশ্ন উঠছে। আজও বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে কী হবে? সেক্ষেত্রে আইপিএলের নিয়ম অনুযায়ী ব়্যাঙ্কিংয়ে ওপরে থাকা দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। অর্থাৎ খেলা না হলে, ফাইনালে চলে যাবে কেকেআর। যদিও এইভাবে ফাইনালে যেতে চাইবে না কোনও দলই। আজ পুরো ম্যাচ খেলতে চাইবেন শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্সরা। বৃষ্টির জন্য শেষ দুটো ম্যাচ হয়নি নাইটদের। গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস ম্যাচ ভেস্তে যায়। ১১ মে ইডেনে মুম্বই ইন্ডিয়াসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছে গৌতম গম্ভীরের দল। গত দশ দিনে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হয়নি। তাই উইনিং মোমেন্টাম কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেসব নিয়ে না ভেবে আরও একটি জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য। চলতি আইপিএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়েছিল নাইটরা। কিন্তু সেই দলের সঙ্গে আজকের সানরাইজার্সের অনেক পার্থক্য আছে। প্রথম ম্যাচ হওয়ায় কিছুটা অগোছালো ছিল কামিন্সদের দল। তাসত্ত্বেও ম্যাচ প্রায় বার করে নিচ্ছিলেন হেনরিচ ক্লাসেন। কোনওক্রমে শেষ ওভারে জেতে কেকেআর।
বর্তমানে দারুণ ছন্দে রয়েছে হায়দরাবাদের ব্যাটিং। প্রত্যেক ম্যাচেই বড় রান তুলছে। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সানরাইজার্সের দখলে। লিগ পর্বে কার্যত প্রত্যেক ম্যাচেই ব্যাটিং ঝড় দেখা গিয়েছে। বিশেষ করে পাওয়ার প্লেতে। বিধ্বংসী মেজাজে শুরু করছেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তাই আজ নাইট বোলারদের অ্যাসিড টেস্ট। উইকেটের মধ্যে আছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হরষিত রানা। আজও একই ছন্দ ধরে রাখতে হবে তাঁদের। পাশাপাশি সতীর্থের বিরুদ্ধে মিচেল স্টার্ককেও বড় ভূমিকা নিতে হবে। শুরুতে হেড এবং স্টার্কের দ্বৈরথের ওপর অনেক কিছু নির্ভর করবে। এতদিন পর্যন্ত রান তাড়া করে জেতায় সমস্যা ছিল হায়দরাবাদের। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে বড় রান তাড়া করে জিতেছে কামিন্সরা। সুতরাং আজকের ম্যাচের ইউএসপি সানরাইজার্সের ব্যাটিং বনাম কেকেআরের বোলিং। ওপেনিং নিয়েও একটা চিন্তা আছে নাইটদের। প্রত্যেক ম্যাচেই ফিল সল্ট, সুনীল নারিন জুটি দারুণ শুরু করেছে। কিন্তু দেশে ফিরে গিয়েছেন সল্ট। তাই বাধ্য হয়েই ওপেনিং জুটিতে পরিবর্তন আনতে হয়েছে। সুনীলের সঙ্গে ওপেন করবেন রহমতুল্লাহ গুরবাজ। শেষ দু'ম্যাচে তার একটা মহড়া সেরে রাখতে চেয়েছিল কেকেআর। কিন্তু বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। গত মরশুমে নিয়মিত খেললেও, এবার এখনও সুযোগ পাননি। ফলে কোনও ম্যাচ প্র্যাকটিস ছাড়াই কোয়ালিফায়ারে নামতে হবে গুরবাজকে। এটাই কিছুটা চিন্তায় রাখছে নাইট শিবিরকে। বাকি দলে কোনও পরিবর্তন হবে না। গ্রুপ পর্বের ছন্দ কোয়ালিফায়ারেও ধরে রাখতে চান শ্রেয়সরা।
নানান খবর

নানান খবর

যৌন হেনস্থার ঘটনায় ফেঁসে কেরিয়ার ডুবে গিয়েছিল এই বার্সা তারকার, সেই ঘটনাতেই এবার সামনে এল নতুন আপডেট

পহেলগাঁওয়ের ঘটনার ছায়া এশিয়া কাপে, বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ, সফর নিয়েও অনিশ্চয়তা

এখনও নাকি প্লে অফে যেতে পারে হায়দরাবাদ! কোন অঙ্কে জানুন

আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ, পুলিশ হন্যে হয়ে খুঁজছে বাঁহাতি এই ব্যাটারকে

লাস্ট বয়ের বিরুদ্ধে নামার আগে বাড়তি চাপ নিচ্ছে না আরসিবি, ‘আলাদা করে ভাবছি না’, জানালেন পাড়িক্কল

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ