আজকাল ওয়েবডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত চলছে তৃণমূলের ধর্না। বিশ্ববিদ্যালয় চত্বরে ফলক নিয়ে ধর্নায় বসেছে শাসক দল। ইউনেস্কো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে হেরিটেজ তকমা দেওয়ার পর সেখানে একটি ফলক বসানো হয়। গোটা ফলক জুড়ে কোথাও নাম নেই রবীন্দ্রনাথের। অথচ বড় বড় করে নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই ঘটনার প্রতিবাদেই ধর্নায় বসেছে তৃণমূল।

মঙ্গলবার একেবারে বিশ্বভারতীতে তৃণমূলের ধর্না মঞ্চের কাছে পৌঁছে যান অনুপম হাজরা। বিশ্বভারতীর উপাচার্য অপসারণের পক্ষে মতও দেন তিনি। কথা বলেন ধর্নামঞ্চে উপস্থিত থাকা কর্মীদের সঙ্গে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণও দাবি করেন তিনি। তিনি বলেন, উপাচার্য নিজেকে বিজেপি প্রমাণ করার জন্য বারবার রবীন্দ্রনাথকে অপমান করেছেন। পাশাপাশি তাঁর দাবি ৮ তারিখ বিশ্বভারতীর বিদ্যুৎ চক্রবর্তীর সময়সীমা শেষ হচ্ছে। তিনি যাবার পর শান্তিনিকেতনকে গোবর জল দিয়ে পরিষ্কার করা হবে।