আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের গাজা সিটি শিশুদের গণকবরে পরিণত হয়েছে বলে দাবি করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর কথায় ‘গাজায় কয়েকশো শিশু মারা গেছে। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই যুদ্ধ নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।’ গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের অতর্কিত হামলার নিন্দা করে তিনি আরও বলেন, ‘সাধারণ লোকজনকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে হামাস। এদিকে, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেন।
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৯ হাজার ২২৭ জন মারা গেছেন। এদিকে ইজরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৯ হাজার ২২৭ জন মারা গেছেন। এদিকে ইজরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।
