আজকাল ওয়েবডেস্ক: ফের হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি হিসেবে নয়, মামলাকারী হিসেবে। তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তমলুকের বিজেপি প্রার্থী জানিয়েছেন, এফআইআর দায়ের হওয়ায় নির্বাচনী প্রচারে অসুবিধা হচ্ছে তাঁর। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে উচ্চ আদালতে। গত ৫ মে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এসএসসি মামলার ক্ষেত্রে চাকরিহারাদের একাংশ তাঁর বিরুদ্ধে মামলা করেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন সেই সময় মিছিলের উদ্দেশ্যে চোর চোর স্লোগান ওঠে। সেই সময় তমলুক হাসপাতাল মোড়ে অনশন করছিলেন চাকরিহারা প্রার্থীরা। অভিযোগ, মিছিল থেকেই কিছু ব্যক্তি ইট ছোঁড়েন মঞ্চের দিকে। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক। ভাঙচুর করা হয় মঞ্চ। অভিজিৎ গাঙ্গুলি সহ কয়েকজনের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।