আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখন্ডের চামোলিতে বদ্রীনাথ ধামের পোর্টালগুলি রবিবার সকাল ৬ টায় খুলে দেওয়া হয়েছে। বৈদিক রীতি এবং ঐতিহ্য মেনে পূণ্যার্থীরা পবিত্র এই তীর্থস্থান দর্শন করতে পারছেন। এই উপলক্ষে ফুলে ফুলে সেজে উঠেছে মন্দির। পূণ্যার্থীদের সুষ্ঠুভাবে দর্শনের জন্য প্রশাসনিক পর্যায়ে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। বদ্রীনাথ ধামের দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পূণ্যার্থীদের জন্য উন্মুক্ত হল উত্তরাখন্ডের চারধাম। উল্লেখ্য, কেদারনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী গত ১০ ই মে খুলে গেছে।