আজকাল ওয়েবডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বামীর জামিনের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল। তিনি লেখেন, হনুমান জি কি জয়। এই সিদ্ধান্ত গণতন্ত্রের জয়। এটি লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা এবং আশীর্বাদের ফল। সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়েছে, কেজরিওয়াল নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন। তবে ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে। ফের তাঁকে জেলবন্দি হতে হবে। শুধুমাত্র নির্বাচনের প্রচারেই অংশ নিতে পারবেন কেজরিওয়াল। কোনোরকম প্রশাসনিক কাজে অংশ নিতে পারবেন না তিনি।
কেজরিওয়ালের জামিনের পর সাংবাদিক সম্মেলন করেন আপ নেতা অতিশী, গোপাল রাই এবং সৌরভ ভরদ্বাজ। তাঁরা জানান, কেজরিওয়ালের প্রথম কাজ দেশজুড়ে প্রচারে বেরোনো। ইন্ডিয়া ব্লকের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রচারে বেরোবেন তিনি। আপ নেতাদের বক্তব্য, এতদিনের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া যায়না সচরাচর। যদিও অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে বাধা দিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, রাজনৈতিক কোনো নেতাকে এরকম ভাবে শুধু প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া যায়না। এদিন শুনানির পর দেশের শীর্ষ আদালত জানায়, ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে। সেই শর্তেই জামিন পেয়েছেন আপ সুপ্রিমো।
কেজরিওয়ালের জামিনের পর সাংবাদিক সম্মেলন করেন আপ নেতা অতিশী, গোপাল রাই এবং সৌরভ ভরদ্বাজ। তাঁরা জানান, কেজরিওয়ালের প্রথম কাজ দেশজুড়ে প্রচারে বেরোনো। ইন্ডিয়া ব্লকের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রচারে বেরোবেন তিনি। আপ নেতাদের বক্তব্য, এতদিনের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া যায়না সচরাচর। যদিও অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে বাধা দিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, রাজনৈতিক কোনো নেতাকে এরকম ভাবে শুধু প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া যায়না। এদিন শুনানির পর দেশের শীর্ষ আদালত জানায়, ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে। সেই শর্তেই জামিন পেয়েছেন আপ সুপ্রিমো।
