
সোমবার ০৫ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর হয়ে সওয়াল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার ব্রিজভূষণের আসন কৈশরগঞ্জ থেকে তাঁর ছেলে করণ সিংকে প্রার্থী করেছে বিজেপি। দলের সেই সিদ্ধান্তকে সমর্থন করে অর্থমন্ত্রীর দাবি, এখনও ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। নির্মলা সীতারামনের কথায়, "ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হয়নি। যদি তিনি দোষী সাব্যস্ত হতেন, তাহলে বলা যেত যে, তাঁর অপরাধ ছেলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অনেক দলই দোষী সাব্যস্ত নেতাদের গুরুত্ব দিয়েছে।" তিনি আরও বলেছেন, "অনেক এমন রয়েছেন, যাঁদের বাবা, মা, কাকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। যদিও তারপরেও তাঁদের টিকিট দেওয়া হয়েছে। সব দলই এটা করে থাকে। এমনকী, দোষী সাব্যস্ত ব্যক্তিদের সন্তানদেরও প্রার্থী করা হয়েছে।" নির্মলা বলেছেন, "আর এখানে, ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও অভিযোগ এখনও পর্যন্ত প্রমাণ হয়নি। যদি হত, তাহলে প্রশ্ন তোলা যেত। আমরা নিজেরা কীভাবে ভেবে নিতে পারি যে তিনি দোষী?"
বিচার বা তদন্ত প্রক্রিয়ার হস্তক্ষেপ করতে না চাওয়ার কারণেই ব্রিজভূষণকে এবার প্রার্থী করা হয়নি বলে দাবি নির্মলার। ব্রিজভূষণকে সমর্থন করার পাশাপাশি কর্নাটকের জেডিএস নেতা প্রোজ্জ্বল রেবান্নার বিষয়টি কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দেন নির্মলা সীতারামন। তিনি বলেন, "দাবি করা হয়েছে যে, কংগ্রেসের কাছে পেন ড্রাইভ ছিল। অথচ জেডিএসের জোটসঙ্গী হওয়ায় জবাব চাওয়া হচ্ছে বিজেপির থেকে।" তিনি আরও বলেন, "রাজ্যের মন্ত্রীরা জানেন পেনড্রাইভে কী আছে। মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার কথা তাঁরা চিন্তা করেন না। কংগ্রেস জানে, তাদের থেকে ভোক্কালিগা ভোট বেরিয়ে গিয়েছে। সেই কারণেই প্রথম পর্বের ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত তারা নীরব ছিল। এখন তারা এই বিষয়টিকে তুলে ধরছে। এটা কংগ্রেসের দ্বিচারিতা।" কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বলেছেন, "একজন মহিলা মন্ত্রী এইভাবে সমর্থনে নেমে পড়েছেন। নির্মলা সীতারামনের লজ্জা হওয়া উচিত।" তৃণমূল সাংসদ সাকেত গোখলের বক্তব্য, "ধর্ষণ এবং যৌন হেনস্থায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে নির্লজ্জ বিবৃতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তাঁর মতে, বিজেপি প্রোজ্জ্বল রেবান্নাকে নিয়েও খুশি, কারণ তাঁর বিরুদ্ধেও অভিযোগ প্রমাণ হয়নি।"
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
তন্দুরি রুটি নিয়ে চরম বিবাদ, হাতাহাতি, বিয়েবাড়িতে খেতে এসে প্রাণ গেল ২ জনের
ভারতের পাশে রাশিয়া, মোদিকে ফোন করে বড় প্রতিশ্রুতি পুতিনের, এবার কী করবে পাকিস্তান?
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান