আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি। শেষমেশ রাগের মাথায় ২ নাবালক সন্তানকে খুন করলেন যুবক। দুই সন্তানকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনিও।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে রবিবার। হরিয়ানার বাহাদুরগড়ে। সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত যুবকের নাম, কর্মবীর। পুলিশ জানিয়েছে, ঘরের মধ্যে যুবক ও তাঁর দুই নাবালক সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই সন্তানকে খুন করে যুবক আত্মঘাতী হয়েছেন বলেই ধারণা।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি নিজের একটি গাড়ি বিক্রি করে দেন ওই যুবক। কিন্তু যাঁর কাছে বিক্রি করেছিলেন, তিনি ঋণ শোধ করছিলেন না। যা ঘিরে স্ত্রীর সঙ্গে প্রায়শই ঝামেলা হত তাঁর। রবিবার রাতেও এই সমস্যা ঘিরে অশান্তি হয়েছিল বলে জানিয়েছেন মৃত যুবকের স্ত্রী। ঘটনার পর এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। দেহ ময়না তদন্তের পর বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।