শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ভোটের আগে উত্তপ্ত সাগরদিঘি, তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর

Pallabi Ghosh | ০৫ মে ২০২৪ ১২ : ৪৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘি থানা এলাকায়।
অভিযোগ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের ভাইপো তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব শনিবার রাতে ধুলিয়ান থেকে সাগরদিঘিতে যান কয়েকজন ব্যক্তিকে বিপুল পরিমাণ টাকা দেওয়ার জন্য।
গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই কাবিলপুরের সাহেবনগর এলাকায় বাম-কংগ্রেস সমর্থকরা বিপ্লবের গাড়ি ঘিরে ধরেন। এরপর ওই গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কোনওক্রমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন বিপ্লব সহ আরও কয়েকজন তৃণমূল কর্মী।
স্থানীয় এক বাম নেতা নাম না প্রকাশের শর্তে বলেন- প্রাক্তন বাম সাংসদ জয়নাল আবেদিনের এক পুত্রকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করানোর জন্য বিপ্লব শনিবার রাতে কাবিলপুর গিয়েছিলেন বিপুল পরিমাণ টাকা নিয়ে। কিন্তু ওই বাম নেতার ছেলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে রাজি হননি। তখনই এলাকাতে খবর রটে যায় বিপ্লব ভোটের আগে বিপুল পরিমাণ টাকা বিলি করার জন্য কাবিলপুরে এসেছেন।এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাম কংগ্রেস সমর্থকরা।
যদিও টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন আনারুল হক বিপ্লব। তিনি বলেন, "গতকালকে কাবিলপুরে আমাদের দলের একটি "ইনডোর" বৈঠক ছিল। সেই বৈঠক করে আমি যখন দলের একটি গাড়ি করে ফিরছিলাম সেই সময় হঠাৎই কিছু যুবক আমার গাড়িতে হামলা চালায় এবং গোটা ঘটনার ভিডিও করতে থাকে।"
তিনি বলেন, "আমার গাড়ি থেকে কেউ কোনও টাকা খুঁজে পায়নি।"
সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নুরে মেহেবুব আলম বলেন, "প্রাক্তন বাম সাংসদের এক ছেলেই আমাদের দলের নেতাকে ব্যক্তিগত কিছু কথা বলার নাম করে ওই গ্রামে ডেকেছিল। পরিকল্পনামাফিক বাম-কংগ্রেস জোট গোটা ঘটনা ঘটিয়েছে। প্রশাসন আমাদের দলের ভাঙচুর হাওয়া গাড়ি পরীক্ষা করে তার ভেতর থেকে দলীয় কিছু পতাকা, পোস্টার, ব্যানার ছাড়া আর কিছুই খুঁজে পায়নি।"
সিপিআইএম জেলা কমিটির সদস্য ইসমাইল শেখ বলেন, "গত ৩-৪ দিন ধরেই তৃণমূল নেতারা কাবিলপুরে এসে টাকা বিলি করছে।শনিবার রাতেও তৃণমূলের কিছু নেতা দুটো গাড়ি নিয়ে গ্রামে এসে বাম কংগ্রেস সমর্থকদেরকে টাকা নিয়ে খলিলুর রহমানকে ভোট দেওয়ার প্রস্তাব দেয়।এই ঘটনার পরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা গোটা ঘটনা ঘটিয়েছে।"




নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে 

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া