আজকাল ওয়েবডেস্ক: ড্রাই আইস অর্থাৎ শুকনো বরফ খেয়ে আবারও বিপত্তি। এবার মৃত্যু হল এক ৩ বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। বিয়েবাড়িতে শুকনো বরফ খেয়েই পরেরদিন মৃত্যু হল ওই শিশুর।
পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুতেই মায়ের সঙ্গে বিয়েবাড়িতে গিয়েছিল খুশান্ত শাহু। খাবার খাওয়ার পর বরফ ভেবে ড্রাই আইস গিয়ে ফেলেছিল শিশুটি। বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করায় পরিবার। চিকিৎসা চলাকালীন পরেরদিন মৃত্যু হয় তাঁর। শিশুর মৃত্যুর তদন্ত জারি রেখেছে পুলিশ।
উল্লেখ্য, মার্চ মাসে গুরুগ্রামের এক রেস্তোরাঁয় শুকনো বরফ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচজন। মুখশুদ্ধি ভেবে শুকনো বরফ খেয়ে রক্ত বমি করেন ওই পাঁচজন।
পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুতেই মায়ের সঙ্গে বিয়েবাড়িতে গিয়েছিল খুশান্ত শাহু। খাবার খাওয়ার পর বরফ ভেবে ড্রাই আইস গিয়ে ফেলেছিল শিশুটি। বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করায় পরিবার। চিকিৎসা চলাকালীন পরেরদিন মৃত্যু হয় তাঁর। শিশুর মৃত্যুর তদন্ত জারি রেখেছে পুলিশ।
উল্লেখ্য, মার্চ মাসে গুরুগ্রামের এক রেস্তোরাঁয় শুকনো বরফ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচজন। মুখশুদ্ধি ভেবে শুকনো বরফ খেয়ে রক্ত বমি করেন ওই পাঁচজন।
