আজকাল ওয়েবডেস্ক: এই গরমেই সাতপাকে? ছিমছাম সাজেই কীভাবে হয়ে ,উঠবেন নজরকাড়া? পুরুষদের জন্য বিশেষ কালেকশন "উৎসব" নিয়ে সেজেছে রাই কিশোরী কালেকশন! চোখ জুড়ানো প্যাস্টেল শেডের ওপরে পাঞ্জাবি কুর্তা এবং ব্লেজার আরও কত কী ! সঙ্গে আছে কনেদের চোখ ধাঁধানো কালেকশন।
অভিনেত্রী মৌলি দত্ত পরেছেন মঙ্গল গিরি সুতির শাড়ি, সঙ্গে সিলভার জরির পাড়। গরমের জন্য এই ধরনের শাড়ি অত্যন্ত আরামদায়ক। মডেল সুমন কুন্ডু পরেছেন মানানসই সেলফ মোটিফের কাজ করা প্যাস্টেল শেডের পাঞ্জাবি। যাতে আছে ট্রান্সপারেন্ট নেটের এমব্রয়ডারি।
এই গরমের জন্য অনেকেই পছন্দ করছেন ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক। এই পাত্র কিংবা পাত্রের বন্ধুদের জন্য এই ধরনের পোশাক খুব আদর্শ।
অভিনেতা জয়ী দেবরায় পরেছেন শর্ট কুর্তা। বিয়েবাড়ি হোক বা যেকোনও অনুষ্ঠান এই মানানসই।
রিসেপশনের জন্য অনেকেই বেছে নেন ব্লেজার। সেক্ষেত্রে রাই কিশোরী কালেকশন এনেছে নতুনত্বের ছোঁয়া। কালো রং বরাবরই পছন্দ পুরুষদের। সেই কথা মাথায় রেখে কালো ঢাকাই ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়েছে ব্লেজার, সঙ্গে মুক্তোর এমব্রয়ডারি এনেছে অভিনবত্বের ছোঁয়া।
মডেল- জয়ী দেবরায়, সুমন কুন্ডু, অমিত রায়, মৌলি দত্ত
মেকআপ- একতা বিউটি স্পা
ছবি- সোমনাথ
লোকেশন- স্টুডিও ৩২ এফ
অভিনেত্রী মৌলি দত্ত পরেছেন মঙ্গল গিরি সুতির শাড়ি, সঙ্গে সিলভার জরির পাড়। গরমের জন্য এই ধরনের শাড়ি অত্যন্ত আরামদায়ক। মডেল সুমন কুন্ডু পরেছেন মানানসই সেলফ মোটিফের কাজ করা প্যাস্টেল শেডের পাঞ্জাবি। যাতে আছে ট্রান্সপারেন্ট নেটের এমব্রয়ডারি।
এই গরমের জন্য অনেকেই পছন্দ করছেন ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক। এই পাত্র কিংবা পাত্রের বন্ধুদের জন্য এই ধরনের পোশাক খুব আদর্শ।
অভিনেতা জয়ী দেবরায় পরেছেন শর্ট কুর্তা। বিয়েবাড়ি হোক বা যেকোনও অনুষ্ঠান এই মানানসই।
রিসেপশনের জন্য অনেকেই বেছে নেন ব্লেজার। সেক্ষেত্রে রাই কিশোরী কালেকশন এনেছে নতুনত্বের ছোঁয়া। কালো রং বরাবরই পছন্দ পুরুষদের। সেই কথা মাথায় রেখে কালো ঢাকাই ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়েছে ব্লেজার, সঙ্গে মুক্তোর এমব্রয়ডারি এনেছে অভিনবত্বের ছোঁয়া।
মডেল- জয়ী দেবরায়, সুমন কুন্ডু, অমিত রায়, মৌলি দত্ত
মেকআপ- একতা বিউটি স্পা
ছবি- সোমনাথ
লোকেশন- স্টুডিও ৩২ এফ
