তিনি আজও ‘আশিকী বয়’ হিসেবেই খ্যাত। কুমার শানু আজও ‘শাঁসো কি জরুরত হ্যায় য্যায়সে’ গাইলেই ভেসে ওঠে তাঁর মুখ। তিনি রাহুল রায়। অনেক ওঠানামা দেখে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আবার তিনি অভিনয় দুনিয়ায়। এবার বাংলা ছবিতে। এই প্রথমবার বাংলা থ্রিলারে রোমাঞ্চ ছড়াবেন তিনি। ছবির নাম "মিহিরা"। পরিচালনার দ্বায়িত্বে বাবাই সেন।

বলিউডের "আশিক" সিনেমায় সবার মন কেড়েছিল অভিনেতা রাহুল রায়। এবার বাংলা সিনেমাতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির আরো একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খরাজ মুখার্জি। পুরোপুরি ভিন্ন লুকে ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল রায় ও অভিনেতা খরাজ মুখার্জি কে। ছবির অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী, প্রদীপ বর্মন, সজল বর্মন ও অন্যান্যরা। পাহাড়ের কোলে নর্থ বেঙ্গলে পুরো ছবির শ্যুটিং হবে।



ছবিতে বেশ কয়েকটি গান থাকবে, তার মধ্যে একটি আইটেম সংও থাকছে। পরিচালক বাবাই সেন বলেন, "আমাদের শ্যুটিং এই মাসের শেষে শুরু হবে। রাহুল রায়ের সঙ্গে ইতিমধ্যেই আমাদের সমস্ত কথা হয়ে গিয়েছে। একটি ভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।"

ছবিটি মুক্তি পাবে প্রযোজক সজল বর্মন এর প্রযোজনায়। তত্ত্বাবধানে ‘চিরাগ গ্রুপ অফ কোম্পানি’।