স্বয়ম্বর সভাতে অন্য কাউকে নয়, এলাকে শিক্ষা দিতে গোরা জানায় যে সে তাকেই বিয়ে করবে। তাঁর এই সিদ্ধান্তে সকলে আপাত ভাবে অবাক হলেও, অরাজি হননি। বরং মেনে নিয়েছেন। এমনকী এলাও। গোরাও হাসিমুখে সকলের সঙ্গে বিয়ের আনন্দ, উৎসবে মেতে উঠেছে। এর মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে কোন বিপত্তি নেমে আসবে এলা গোরার জীবনে?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের সেখানে দেখা যাচ্ছে এলা এবং গোরা, দু'জনের বাড়িতেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে। চলছে নানা রকমের অনুষ্ঠান। সঙ্গীতের দিন কখনও বাংলা, কখনও হিন্দি গানে নাচে এলা। তার সঙ্গে যোগ দেয় গোরাও। কিন্তু এদিকে মৈনাক অর্থাৎ গোরার জামাইবাবু বিবাহিত হওয়া সত্ত্বেও মন দিয়েছে এলাকে। তাই সে এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। একই সঙ্গে গোরাদের গোটা পরিবারের ব্যবসার দায়িত্ব চায় সে। তাই এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করে।
গোরার গাড়িতে প্যাকেট প্যাকেট ড্রাগস রেখে দেয়। এমনকী গোরার গায়েও ইনজেকশনের মাধ্যমে সেটা ঢুকিয়ে দেয়। খবর দেয় পুলিশের। পুলিশ এসে তল্লাশি চালাতেই পেয়ে যায় সমস্ত মাদক। আর তখনই মৈনাক বলে ওঠে, এবার গোরাকে ত্যাজ্য পুত্র করে দেওয়া হবে। অর্থাৎ বিয়ে তো হবেই না, ব্যবসা, সম্পত্তি সব সে ভোগ করবে। সঙ্গীতের অনুষ্ঠানে পুলিশ ঢুকে গোরাকে গ্রেফতার করে। তবে কি সত্যিই ভেঙে যাবে এলা, গোরার বিয়ে। নতুন শুরুর আগেই সম্পর্কে ইতি পড়বে? নাকি ঘটবে অন্য কোনও ঘটনা? উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।
সদ্যই এই ধারাবাহিকের আরও একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখানো হয়েছে মেহেন্দি অনুষ্ঠানের মাঝে গোরা-এলার বিয়ে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। মৈনাক ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ঢুকিয়ে দেয় গোরার শরীরে। যার ফলে অসুস্থ হয়ে পড়ে গোরা। এলা তড়িঘড়ি ছুটে আসে তার কাছে। কিন্তু ধরতে পারে না হঠাৎ কেন এমন হল গোরার সঙ্গে। বাধা পড়ে গোরা-এলার বিয়েতে। গল্পের মোড়ে কি মৈনাকের ষড়যন্ত্র ধরতে পারবে গোরা-এলা? উত্তরের অপেক্ষায় দর্শক।
প্রসঙ্গত, এই 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে এলার ভূমিকায় দেখা যাচ্ছে শোলাঙ্কি রায়কে। অন্যদিকে গোরার ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। তাঁদের দু'জনকে এর আগে দর্শক 'গাঁটছড়া' ধারাবাহিকে দেখেছেন। সেখান থেকেই জনপ্রিয় হয় 'খড়িদ্ধি' জুটি। সেই গল্পের মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন শোলাঙ্কি, তারপর থেকেই দর্শকদের তরফে দাবি করা হতে থাকে এই জুটি ফেরানোর। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল। গত বছরের শেষ দিকে শুরু হয়েছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের পথচলা। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন শোলাঙ্কি রায়। এখানে মৈনাকের চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক রায়। এই ধারাবাহিকটি রোজ স্টার জলসার পর্দায় দেখা যায়। সম্প্রচারিত হয় রাত সাড়ে নয়টা থেকে।
