বলিউডের ‘পাওয়ার কাপল’ রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন এখন তাঁদের জীবনের সবথেকে সুন্দর সময় উপভোগ করছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজকন্যা ‘দুয়া পাড়ুকোন সিং’। তবে জন্মের পর থেকেই মেয়েকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করছেন এই তারকা দম্পতি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ধরা পড়ল সেই একই ছবি, যেখানে মেয়ের জন্য এক দায়িত্বশীল বাবার ভূমিকায় দেখা গেল রণবীরকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর সিং বিমানবন্দরে প্রবেশ করছেন। স্বভাবতই তাঁকে দেখা মাত্রই ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে পাপারাজ্জিদের এবং ভিড় উপচে পড়ে। কিন্তু রণবীর এবার আর সেই চেনা মেজাজে পোজ দিতে দাঁড়াননি। বরং গাড়ির ভিতরে থাকা ছোট্ট দুয়াকে আগলাতে তিনি যথেষ্ট তৎপর ছিলেন।
ভিডিওটিতে দেখা যায়, পাপারাজ্জিরা যখন ছবি তোলার জন্য এগিয়ে আসছিলেন, তখন রণবীর অত্যন্ত নম্রভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে তাঁদের অনুরোধ করেন যাতে তারা কোনওভাবেই মেয়ের ছবি না তোলেন। তিনি হাত জোড় করে বলেন, "দয়া করে বাচ্চার ছবি তুলবেন না।” রণবীরের এই সুরক্ষামূলক আচরণ নেটিজেনদের মন জয় করে নিয়েছে। অনেকেই বলছেন, পর্দার ‘সিম্বা’ এখন বাস্তব জীবনেও তাঁর মেয়ের জন্য বড় ঢাল হয়ে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, দীপিকা এবং রণবীর আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁরা তাঁদের সন্তানের গোপনীয়তা বজায় রাখবেন। গত বছর দীপাবলির সময় মেয়ের ছবি প্রথমবার সামনে আনেন এই তারকা দম্পতি। ছোট্ট দুয়াকে দেখে ভালবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা।
তাঁদের পোস্ট করা ছবিগুলিতে দেখা গিয়েছিল, মা দীপিকার কোলে পরম নিশ্চিন্তে বসে ছিল একরত্তি দুয়া। মুখে তার ছোট্ট আঙুল, দু’চোখে কৌতূহল। পাশে দাঁড়িয়ে হাসিমুখে স্ত্রী ও সন্তানকে আগলে রেখেছিলেন গর্বিত বাবা রণবীর। ছবিতে দুয়ার পরনে ছিল টুকটুকে উজ্জ্বল লাল রঙের একটি ফ্রক। মেয়ের সঙ্গে তাল মিলিয়ে দীপিকাও সেজেছিলেন এক রাজকীয় লাল পোশাকে, সঙ্গে মানানসই গয়না। দম্পতির এই উজ্জ্বল রঙের আবহের পাশে রণবীর সিং অবশ্য বেছে নিয়েছিলেন ধবধবে সাদা কুর্তা-পাজামা। তাঁদের এই পোস্টে একাধিক ছবি ছিল। শেষ ছবিতে দেখা গিয়েছিল, দীপিকার কোলে বসে দুয়া, বাড়ির দীপাবলির পুজোয় মা-মেয়ে দু’জনেই হাত জোড় করে প্রার্থনারত।
প্রসঙ্গত, বলিউডের অন্য অনেক তারকাই বর্তমানে ‘নো-ফটো পলিসি’ মেনে চলছেন। বিরাট-অনুষ্কা, নিক-প্রিয়াঙ্কা, রণবীর-আলিয়া বা সিদ্ধার্থ-কিয়ারার পথে হেঁটে রণবীর সিং-ও বুঝিয়ে দিলেন, লাইমলাইট থেকে আপাতত দূরেই থাকছে ছোট্ট দুয়া। অনুরাগীরা রণবীরের এই দায়িত্ববোধের প্রশংসা করে কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন। সবারই এক কথা, 'সেলিব্রিটি হওয়ার আগে তিনি একজন বাবা, আর মেয়েকে আগলানোই বাবার ধর্ম।'
