অল্প দিনেই জমে উঠেছে 'মিলন হবে কতদিনে'। আবারও নতুন ভাবে ম্যাজিক দেখাচ্ছে শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের জুটি। নজর কাড়ছে তাঁদের অনস্ক্রিন রসায়ন। বিবাদ দিয়ে শুরু হলেও, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোড়। বিয়ের আগেই ঘোর বিপদের মুখে পড়বে গোরা ও এলা! সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, গোরা ও এলার মেহেন্দি অনুষ্ঠান চলছে। সেখানে বেশ হাসিখুশিই এলা। তবে গোরার মুখ গম্ভীর। আর এর মাঝেই চলছে গভীর এক ষড়যন্ত্র!


এবার সামনে এল মৈনাকের কারসাজি। দেখা যাচ্ছে সে মেহেন্দি অনুষ্ঠানের মাঝে গোরা-এলার বিয়ে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করছে। মৈনাক ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ঢুকিয়ে দেয় গোরার শরীরে। যার ফলে অসুস্থ হয়ে পড়ে গোরা। এলা তড়িঘড়ি ছুটে আসে তার কাছে। কিন্তু ধরতে পারে না হঠাৎ কেন এমন হল গোরার সঙ্গে। বাধা পড়ে গোরা-এলার বিয়েতে। গল্পের মোড়ে কি মৈনাকের ষড়যন্ত্র ধরতে পারবে গোরা-এলা? উত্তরের অপেক্ষায় দর্শক।

 

আসলে গোরা প্রেম, বিয়ে এগুলোর ঘোর বিরোধী, তার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল কিছুদিন আগে। আর এলাই সেই আয়োজন করেছিল। আসলে নায়িকা গোরাদের হার্ট টু হার্ট অ্যাপে চাকরি পেয়েছে। আর ম্যাচ মেকিং কোম্পানির মালিক হয়ে গোরা কীভাবে সিঙ্গল থাকে! তাই তার বাড়ির সকলের উপস্থিতিতেই স্বয়ম্বরের আয়োজন করা হয়েছিল।‌ মঞ্চে উপস্থিত ছিল একাধিক সুন্দরী। তারপরই দেখা গিয়েছিল, এলা গোরার স্বয়ম্বরের ঘোষণা করতেই ফরমাল পোশাকে সেখানে এন্ট্রি হয়েছিল নায়কের। 

 


বিয়ে বিরোধী পাত্রকে বিয়ে জোর করে বিয়ে দিতে চাইলে যে মাশুল গুনতেই হবে! এলা আর কী করে বাদ যায়? তাকে জব্দ করতে ফন্দি আঁটে নায়ক। এলা গোরার মাথায় শোলার মুকুট পরাতেই সে সোজা মালা নিয়ে এলার গলায় পরিয়ে দিয়েছিল। জানিয়েছিল এলাকেই বিয়ে করতে চায় সে। 

 

ব্যস! এখানেই বিপত্তি। এলাকে শাস্তি দেওয়ার নামে সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছে গোরা। আর এবার সেই বিয়েরই মেহেন্দি অনুষ্ঠানে ঘটতে চলেছে বিরাট অঘটন। কিন্তু এই ষড়যন্ত্রের মূলে কি শুধুই মৈনাক? নাকি রয়েছে অন্য কেউ? আসলে গোরা ও এলার বিয়ের কথা শোনামাত্রই রাগে ফুঁসতে থাকে মৈনাক। আসলে সে মনে মনে এলাকে ভালবেসে ফেলেছে। তাই গোরার এই সিদ্ধান্তকে কিছুতেই মানতে পারে না সে। তবে কি মৈনাকই গোরা-এলার বিয়ে ভেঙে দেওয়ার জন্য কোনও প্ল্যান করেছে? 

 


 

গোরা যদিও একেবারেই ভালবাসায় বিশ্বাস করে না। প্রেম মানেই তার কাছে সময় নষ্ট। এদিকে, এলার প্রেমিক মন। সে খোঁজে স্বপ্নের রাজপুত্রকে। কিন্তু গোরার মধ্যে কি সেই মনের মানুষকে খুঁজে পাবে এলা? মিল হবে কি দু'জনের? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।