নিজস্ব সংবাদদাতা : একগাল সাদা দাড়ি, চোখে মোটা ফ্রেমের কেতাদুরস্ত চশমা। ছিমছাম টি-শার্ট আর হাফপ্যান্ট পরনে। ভীষণ টেনশনে রয়েছেন শিলাজিৎ মজুমদার। তার মুখোমুখি অনুপম রায়। হাতে গিটার, দেহভঙ্গিতে প্রশ্ন। এরকমই একটা গভীর আলোচনার ছবি পোস্ট করে শিল্পী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নতুন কিছু আসছে।
আজকাল ডট ইন এর সঙ্গে যোগাযোগ করা হলে শিলাজিৎ জানালেন, বলে দিলে তো মজাটাই চলে যাবে! ব্রাত্য বসুর পরিচালনায় "হুব্বা" ছবিতে ৩টি গান গেয়েছেন শিলাজিৎ। অনেকদিন কোনও অ্যালবাম বা একক গান নেই তাঁর। কেন? সপাট জবাব শিলাজিতের, ""এখন করবো না। আমি তো গান শিখেছি বলে গান গাইতে আসিনি। আমার কিছু বলার ছিল, তাই গানকে মাধ্যম করেছিলাম।"" এখন কি কিছু বলার নেই তবে শিল্পীর? ""আমি একটা অন্যরকম আওয়াজ তৈরি করতে চেয়েছিলাম। সেটাকে একেক বার বিভিন্ন অ্যালবামে আমি ভেঙেছি। সেই জন্যে শ্রোতারা আমাকে নিয়ে কনফিউজড। অন্যরকম সাউন্ডস্কেপ কিছু মাথায় এলে নিশ্চয় একটা নতুন কিছু করার জাস্টিফিকেশন পাব। "" তবে অনুপমের সঙ্গে তাঁর ছবি শেয়ার করার আসল উদ্দেশ্য হল, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের "অযোগ্য" ছবিতে গান গাইছেন শিলাজিৎ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
আজকাল ডট ইন এর সঙ্গে যোগাযোগ করা হলে শিলাজিৎ জানালেন, বলে দিলে তো মজাটাই চলে যাবে! ব্রাত্য বসুর পরিচালনায় "হুব্বা" ছবিতে ৩টি গান গেয়েছেন শিলাজিৎ। অনেকদিন কোনও অ্যালবাম বা একক গান নেই তাঁর। কেন? সপাট জবাব শিলাজিতের, ""এখন করবো না। আমি তো গান শিখেছি বলে গান গাইতে আসিনি। আমার কিছু বলার ছিল, তাই গানকে মাধ্যম করেছিলাম।"" এখন কি কিছু বলার নেই তবে শিল্পীর? ""আমি একটা অন্যরকম আওয়াজ তৈরি করতে চেয়েছিলাম। সেটাকে একেক বার বিভিন্ন অ্যালবামে আমি ভেঙেছি। সেই জন্যে শ্রোতারা আমাকে নিয়ে কনফিউজড। অন্যরকম সাউন্ডস্কেপ কিছু মাথায় এলে নিশ্চয় একটা নতুন কিছু করার জাস্টিফিকেশন পাব। "" তবে অনুপমের সঙ্গে তাঁর ছবি শেয়ার করার আসল উদ্দেশ্য হল, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের "অযোগ্য" ছবিতে গান গাইছেন শিলাজিৎ।
View this post on Instagram
