বিয়ের মণ্ডপ থেকে বিজিতকে তুলে নিয়ে যায় একদল অচেনা লোক। যদিও পরশুরাম তার ফোর্স নিয়ে অপেক্ষা করে সেদিনই বিজিতের অপরাধের শাস্তি দেবে বলে। কিন্তু তার চোখের সামনে থেকে একদল অচেনা লোক বিজিতকে তুলে নিয়ে যায়। পরশুরাম মনে মনে ভাবতে থাকে এই কাজ কি তটিনীর? যদিও তটিনীর আচরণেও রহস্যের ছাপ ধরা পড়ে। এরপর ফোর্স পাঠিয়ে স্পেশাল ব্রাঞ্চর কাছে বিজিতকে আনা হলেও সেখান থেকেও উধাও হয়ে যায় সে। কে বা কারা বারবার স্পেশাল ব্রাঞ্চের চোখে ফাঁকি দিচ্ছে? ভেবে কূল পায় না পরশুরাম।
এদিকে, তটিনীর দিদি খবরটা পেয়ে চমকে ওঠে। সে ভাবতে থাকে বিজিত যে স্পেশাল ব্রাঞ্চের হাত ফসকে পালিয়েছে সেই খবর ঘরে বসে তটিনী কীভাবে পাচ্ছে? সন্দেহ জাগে তার মনেও। পরশুরাম এদিকে কড়া নজর রেখেছে নিজের স্ত্রীর উপরেই। কারণ, ইদানিং তটিনীর চালচলনে বেশ অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে।
তটিনীর আসল পরিচয় কী? সেই নিয়ে নানা জলঘোলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সে কোন কাজের সঙ্গে যুক্ত তা জানা যায়নি। স্টার জলসার 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিক একের পর এক চমক দেখিয়ে দর্শকের মন জয় করে নিচ্ছে। পরশুরামের স্ত্রী তটিনী যে কেবল গৃহবধূ নয়, সে অন্য কিছুর সঙ্গে জড়িত সেটার আভাস আগেই পাওয়া গিয়েছে। এবার স্ত্রীর সত্যের মুখোমুখি হবে নায়ক। কিন্তু একই সঙ্গে নতুন বছরে তাদের জীবনে নেমে আসবে কোন বিপর্যয়?
কিছুদিন আগেই গল্পে দেখা গিয়েছিল নিজের গোটা টিম নিয়ে অ্যাকশন লোকেশনে পৌঁছে গিয়েছে পরশুরাম। তাঁদের সকলের পরনে বিশেষ পোশাক। অ্যাকশনের জন্য প্রস্তুত হয়েই এসেছে তারা। টার্গেটের ফাইনাল লোকেশন স্পট করেই তারা অ্যাকশন শুরু করে দেয়। একটি নির্মীয়মান বাড়িতে ঢুকে পড়ে সকলে। সেখানেই পরশুরামের এক সহকর্মী বলে ওঠে যে এই মিশনে নায়ককে সফল হতে দেবে না সে।
অন্যদিকে দেখা যায় একটি ঘর কিছু লোক প্ল্যান করছে। কাগজ পত্র খোলা তাদের সামনে। বিপদ টের পেয়ে তারা পালানোর আগেই সেখানে গিয়ে সটান হাজির হয় পরশুরাম আর তার টিম। জানিয়ে দেয় স্পেশ্যাল ব্রাঞ্চ গোটা বাড়িকে ঘিরে নিয়েছে। একদিকে দুষ্কৃতীদের মোকাবিলা করতে যখন পরশুরাম ব্যস্ত তখনই সেই দুষ্কৃতীদের টিমের একজন পালাতে থাকে। তাকে ধাওয়া করে নায়ক। শেষ পর্যন্ত দেখা যায় সেই চক্রের মূল পাণ্ডা আর কেউ নয়, বরং তটিনী। তবে কি তটিনী আদতে কোনও খারাপ দলের সঙ্গে যুক্ত? উত্তর পাওয়ার আগেই দেখা যায় তটিনীকে কেউ গুলি করে দেয় আর সে ছাদ থেকে পড়ে যায়। কিন্তু সেটাও ঠিক কায়দা করে পরশুরামের থেকে আড়াল করে নেয় তটিনী।
গল্পের নতুন মোড়ে বিজিত লাহিড়ীকে পাকড়াও করতে গিয়ে কি মুখোমুখি হবে তটিনী ও পরশুরাম? একে অপরের আসল পরিচয় জানতে পারবে? উত্তর পেতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে।
