আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
কবে আসছে খতরো কে খিলাড়ি ১৫?
টেলিভিশন দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর রিয়্যালিটি শো 'খতরো কে খিলাড়ি'র নতুন সিজন নিয়ে দর্শকের উন্মাদনা এখন তুঙ্গে। 'বিগ বস ১৯'-এর মঞ্চেই রোহিত শেঠি ঘোষণা করে দিয়েছিলেন যে খুব শীঘ্রই ফিরছে এই শো। তবে অনুরাগীদের জন্য রয়েছে একটি বড় খবর—জানুয়ারি মাসে শো শুরু হওয়ার কথা থাকলেও, এখন শোনা যাচ্ছে দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুন মাস নাগাদ কালার্স টিভিতে সম্প্রচারিত হতে পারে 'খতরো কে খিলাড়ি ১৫'। মে মাস নাগাদ শুরু হতে পারে এই সিজনের শুটিং। তবে এবারের লোকেশন নিয়ে নির্মাতারা এখনও চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখছেন। গত সিজনের শুটিং হয়েছিল রোমানিয়ায়, এবার রোহিত শেঠি তাঁর টিম নিয়ে কোথায় পাড়ি দেন, সেটাই দেখার বিষয়।
প্রতিযোগীদের নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, বিগ বস ১৯-এর বিজেতা গৌরব খান্না এবং রানার-আপ ফারহানা ভাট এই শো-এর অন্যতম আকর্ষণ হতে চলেছেন।
চোখে অস্ত্রোপচার নিকির
বিখ্যাত টেলিভিশন অভিনেত্রী এবং 'বিগ বস' খ্যাত নিকি তাম্বোলিকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা। সম্প্রতি মুম্বইয়ের একটি হাসপাতালের সামনে অভিনেত্রীকে দেখা যায়, যেখানে তাঁর বাঁ চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। ঠিক কী হয়েছে অভিনেত্রীর? হাসপাতাল থেকে বেরোনোর সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন নিকি। চোখে ব্যান্ডেজ দেখে স্বাভাবিকভাবেই তাঁরা অভিনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। হাসিমুখেই নিকি জানান, তাঁর চোখে একটি সিস্ট ধরা পড়েছিল। সেই সমস্যার কারণেই একটি ছোট অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। বর্তমানে তিনি স্থিতিশীল এবং এই মুহূর্তে ভয়ের কিছু নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী।
ওটিটিতে 'ধুরন্ধর'
বড়পর্দায় ঝড় তোলার পর এবার ওটিটির আঙিনায় পা রাখছে রণবীর সিং ও অক্ষয় খান্নার ব্লকবাস্টার স্পাই ড্রামা ‘ধুরন্ধর’। আদিত্য ধরের এই ছবিটি প্রেক্ষাগৃহে বিপুল সাফল্যের পর এখন ডিজিটাল মুক্তির জন্য প্রস্তুত। শোনা যাচ্ছে, আগামী ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে এই বহুল আলোচিত সিনেমাটি। ইতিমধ্যেই এই ছবি বিশ্বজুড়ে রাজ করছে। সারা বিশ্বে ১০০০ কোটির বেশি আয় করেছে 'ধুরন্ধর'। আদিত্য ধরের পরিচালনায় চলতি বছর মার্চেই আসার কথা ছবির দ্বিতীয় ভাগ।
