টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
রহমানকে দুষলেন কঙ্গনা
বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক। ফের একবার বিষ্ফোরক মন্তব্য করে শিরোনামে এলেন অভিনেত্রী। এবার তাঁর নিশানায় খোদ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। কঙ্গনার দাবি, তাঁর ছবি ‘ইমার্জেন্সি’-র জন্য গান তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রহমান, আর তার নেপথ্যে রয়েছে রাজনৈতিক পক্ষপাতিত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, তিনি চেয়েছিলেন ‘ইমার্জেন্সি’র মতো একটি গুরুত্বপূর্ণ ছবির আবহ সঙ্গীত বা গান তৈরি করুন এ আর রহমান। কিন্তু অভিনেত্রীর দাবি, রহমান তাঁর ছবির চিত্রনাট্য বা কাজের ধরন না শুনেই সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কঙ্গনার কথায়, "আমি ওঁর কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি রাজি হননি। আসলে ইন্ডাস্ট্রির একাংশ আমাকে এবং আমার আদর্শকে ভয় পায়। রহমানের মতো ব্যক্তিত্বও যখন কোনও কারণ ছাড়াই সরে দাঁড়ান, তখন বুঝতে হবে এর পিছনে নিশ্চয়ই কোনও দলাদলি বা পক্ষপাত কাজ করছে।"
বিয়ের গুঞ্জনের মুখ খুললেন ম্রুণাল
ধনুষের সঙ্গে বিয়ের গুঞ্জন কি সত্যি? অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। গত কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এক খবর— দক্ষিণী সুপারস্টার ধনুষের সঙ্গেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন 'সীতা রামম' খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এমনকী বিয়ের তারিখ হিসেবে আগামী ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে'র কথা শোনা যাচ্ছিল। তবে এই জল্পনা যখন তুঙ্গে, তখনই এর জবাব দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ম্রুণাল লিখেছেন, 'মাটির কাছাকাছি, উজ্জ্বল এবং অবিচল'। সমুদ্রের ধারে সূর্যাস্তের মনোরম পরিবেশে নিজের একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করে তিনি যেন বুঝিয়ে দিলেন, চারপাশের কোনও রটনা তাঁকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। ম্রুণালের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিনেত্রী বর্তমানে তাঁর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে তাঁর পরপর দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমন শিডিউলের মাঝে বিয়ের পিঁড়িতে বসার কোনও পরিকল্পনাই তাঁর নেই।
বিএমডব্লিউ চড়ে ঘোরেন দিলীপ
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার, পরিচালক ফারহা খান তাঁর রসিক স্বভাবের জন্য বরাবরই চর্চায় থাকেন। তবে এবার তাঁর বাড়ির রাঁধুনি যা কাণ্ড ঘটালেন, তাতে রীতিমতো হতবাক নেটপাড়া। ফারহা সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, তাঁর রাঁধুনি দিলীপ দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ফারহার বহুমূল্য বিএমডব্লিউ গাড়িতে চড়ে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ফারহা দিলীপকে পাকড়াও করেছেন। মজা করে তাঁকে প্রশ্ন করেন, "হ্যাঁরে, আমার গাড়ি নিয়ে কোথায় ঘুরে আসা হল?" দিলীপও দমে যাওয়ার পাত্র নন। লাজুক হেসে তিনি যা উত্তর দিলেন তাতে হেসে কুপোকাত নেটিজেনরা। দিলীপের স্বীকারোক্তি, কাজ না থাকলে মাঝেমধ্যেই তিনি ফারহার লাক্সারি গাড়িটা নিয়ে একটু হাওয়া খেতে বেরোন।
