করণ জোহরের আইকনিক ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' আজও দর্শকের মনে এক বিশেষ জায়গা নিয়ে আছে। কিন্তু এই ছবির শুটিং চলাকালীন একটি এমন ঘটনা ঘটেছিল, যা নিয়ে দীর্ঘ সময় পর মুখ খুললেন পরিচালক স্বয়ং। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ প্রকাশ করেছেন তিনি বলিউডের 'ভাইজান' সলমন খানের ভ্যানিটি ভ্যানে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন।
সলমন খান এই ছবিতে 'আমান'-এর চরিত্রে অভিনয় করেছিলেন, যা ছিল মূলত পার্শ্ব চরিত্র। করণ জানান, ছবির ক্লাইম্যাক্স বা সেই বিখ্যাত বিয়ের দৃশ্যের শুটিংয়ের সময় একটি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সলমন তখন বলিউডের সুপারস্টার, আর করণ ছিলেন একজন তরুণ নবীন পরিচালক। দৃশ্যটি ছিল এমন যেখানে আমানকে একটি ট্র্যাডিশনাল স্যুট বা ফর্মাল পোশাকে বিয়ের মণ্ডপে আসতে হবে। কিন্তু সলমন খান জেদ ধরে বসেন যে তিনি সেই দৃশ্যে স্যুট নয়, বরং জিন্স এবং একটি টি-শার্ট পরে অভিনয় করবেন।
করণ জোহরের কথায়, "আমি যখন সলমনের ভ্যানিটি ভ্যানে গেলাম, দেখলাম ও ছেঁড়া জিন্স আর গেঞ্জি পরে বসে আছে। ও আমাকে বলল, ও এইভাবেই ক্যামেরার সামনে যাবে কারণ ওর মনে হয়েছে এটাই হবে আমানের জন্য ইউনিক লুক।"
করণের জন্য বিষয়টি ছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। কারণ সেই সময়ে বলিউডের জাঁকজমকপূর্ণ বিয়ের দৃশ্যে জিন্স-টি-শার্ট কল্পনা করাই ছিল অসম্ভব। করণ প্রথমে অনেক বুঝিয়েও সলমনকে রাজি করাতে পারেননি। তরুণ পরিচালক হিসেবে তিনি অত্যন্ত চাপে ছিলেন এবং ভয় পাচ্ছিলেন যে তাঁর স্বপ্নের প্রজেক্টটি হয়তো নষ্ট হয়ে যাবে। অসহায় বোধ করায় করণ সেখানেই কান্নায় ভেঙে পড়েন। তিনি সলমনের সামনেই একদম শিশুর মতো কাঁদতে শুরু করেন এবং বলতে থাকেন, "প্লিজ সলমন, দয়া করে আমার কথা শোনো। তুমি এটা করো না।"
করণের এই আবেগপ্রবণ অবস্থা দেখে সলমন অবাক হয়ে যান। তিনি সম্ভবত আশা করেননি যে একজন পরিচালক একটি পোশাকের জন্য এভাবে কেঁদে ফেলবেন। করণের কান্নার তোড়ে সলমনের মন গলে যায়। তিনি হেসে উঠলেন এবং বললেন, "ঠিক আছে, ঠিক আছে, তুমি কেঁদো না। আমি স্যুটটাই পরব।" এরপর সলমন সেই আইকনিক কালো স্যুটটি পরেন, যা আজও দর্শক মনে রেখেছেন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে করণ জোহর এই ঘটনার স্মৃতি হাতড়ালে, দর্শকও নস্টালজিয়ায় ভাসেন।
