‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার সন্ধেয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। শেখ হাসিনা জানান, ‘ভারতের সঙ্গে যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পগুলো উভয় দেশ এবং উপ–অঞ্চলের জনগণের উপকার করবে।’
 প্রসঙ্গত, তিনটি প্রকল্প হল, ১২.২৪ কিলোমিটার আখাউরা–আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা–মংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট–২। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন আঞ্চলিক পরিচালক হিসাবে সায়মা ওয়াজেদকে সমর্থন জানানোয় ভারত সরকারকে ধন্যবাদ জানান হাসিনা।