আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইনের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র আল শিফা হাসপাতালের গেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে হামলা চালাল ইজরায়েল। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুল্যান্সটি। মারা গেছেন ১৫ জন। আহত ১৬ জন। হামলার কথা স্বীকার করেছে ইজরায়েল। তাদের দাবি, হামাসের সদস্যরা অ্যাম্বুল্যান্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।
যদিও ইজরায়েলের এই দাবি উড়িয়ে দিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক। ঘটনার পর হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর গাজার আল–আহলি আরব হাসপাতালে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় অন্তত ৫০০ জন মারা যান।
যদিও ইজরায়েলের এই দাবি উড়িয়ে দিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক। ঘটনার পর হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর গাজার আল–আহলি আরব হাসপাতালে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় অন্তত ৫০০ জন মারা যান।
