আজকাল ওয়েবডেস্ক:‌ স্বামী বিবাহ–বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এই সন্দেহ করতেন স্ত্রী। যার পরিণতি হল মর্মান্তিক। জানা গেছে, স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন যুবক। অভিযোগ, রাতে খাওয়াদাওয়া করে ঘুমোতেই তাঁর উপর ফুটন্ত জল ঢেলে দেন স্ত্রী। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা যুবককে মারধর করে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি ঘটে শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ৫০ কিলোমিটার দূরে দেওরিয়া এলাকায়। যুবকের নাম আশিসকুমার রাই। বালিয়ার বাসিন্দা। অভিযুক্তের নাম অমৃতা রাই। আশিসের অভিযোগের ভিত্তিতে অমৃতাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার অমৃতাকে নিয়ে শ্বশুরবাড়ি যান আশিস। রাতে বাড়ি আসতে চাইলে শ্বশুরবাড়ির সদস্যেরা বাধা দেন। অভিযোগ, আশিসের মোবাইল ফোন এবং বাইকের চাবি বাজেয়াপ্ত করে নেন শ্বশুরবাড়ির লোকেরা। যুবকের দাবি, রাতে খাওয়ার পর তিনি শুয়ে পড়েন। স্ত্রী স্নান করবেন বলে ঘর থেকে বেরিয়ে যান। অমৃতার বোন তখন জল ফোটাতে শুরু করেন বলে অভিযোগ। আশিসের অভিযোগ, মধ্যরাত ৩টে নাগাদ যখন তিনি ঘুমোচ্ছিলেন তখন তাঁর উপর গরম জল ঢেলে দেন অমৃতা। সেখান থেকে পালানোর চেষ্টা করলে শ্বশুরবাড়ির সদস্যেরা তাঁকে মারধর করতে শুরু করেন। ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয় আশিসকে। মাথায় চোট পান আশিস। নিকটবর্তী থানায় স্ত্রীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করেছেন আশিস। অমৃতাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।