সংবাদসংস্থা মুম্বই: শক্ত চোয়াল, পরনে টাক্সেডো, হাতে মেশিনগান! লর্ড ববির নতুন ছবির পোস্টার নিয়ে হইচই বলিপাড়ায়। তাঁর মুখোমুখি দাঁড়িয়ে দক্ষিণী সুপারস্টার সুরিয়া শিবকুমার! ট্রাইবাল পোশাক, বোহেমিয়ান হেয়ারস্টাইল, হাতে আনত তলোয়ার তাঁর। একদিকে জ্বলছে অরণ্য, অন্যদিকে কংক্রিটের শহর। ছবির শিরোনাম "কাঙ্গুভা"! স্টুডিও গ্রিনস পোস্টারটি প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখেন, “যেখানে অতীত এবং বর্তমানের সংঘর্ষ হয়, সেখানে একটি নতুন ভবিষ্যত শুরু হয়..#কাঙ্গুভা..বিশ্বব্যাপী সিনেমায় 2024 সালে মুক্তি পাচ্ছে। #শুভ তামিল নববর্ষ"
৫০ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর টিজারে, সুরিয়াকে একজন পরাক্রমশালী এবং নির্মম যোদ্ধা হিসাবে দেখা গিয়েছে। টিজারে অ্যাকশন সিকোয়েন্সগুলি অসামান্য। ছবিতে প্রতিপক্ষের চরিত্রে লর্ড ববি। নতুন অবতারে তাঁকে দেখে হতবাক নেটপাড়া। সিরুথাই শিভা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়াম, জগপতি বাবু এবং যোগী বাবু।
প্রচার উপলক্ষে ছবির দুই প্রতিদ্বন্দ্বী হাজির হয়েছিলেন মুম্বইয়ের ইভেন্টে। সেখানে মুম্বই সংবাদসংস্থার কাছে "অ্যানিমল" অভিনেতা জানিয়েছেন, "সুরিয়া একজন অসাধারণ অভিনেতা। মানুষ হিসেবেও দারুন। অনেক দিন ইচ্ছে ছিল ওর সঙ্গে কাজ করার।"" সুরিয়ার কথায় ""এই ছবিতে ম্যাজিক যোগ করেছেন ববি! এই ছবিতে আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু আসলে আমরা ভাই-ভাই!""
১৭০০ থেকে ২০২৩- একজন নায়কের ৫০০ বছরের ভ্রমণ নিয়েই তৈরি হয়েছে "কাঙ্গুভা", জানিয়েছেন নির্মাতারা। তবে সকলেই খুশি লর্ড ববির প্রত্যাবর্তনে।
৫০ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর টিজারে, সুরিয়াকে একজন পরাক্রমশালী এবং নির্মম যোদ্ধা হিসাবে দেখা গিয়েছে। টিজারে অ্যাকশন সিকোয়েন্সগুলি অসামান্য। ছবিতে প্রতিপক্ষের চরিত্রে লর্ড ববি। নতুন অবতারে তাঁকে দেখে হতবাক নেটপাড়া। সিরুথাই শিভা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়াম, জগপতি বাবু এবং যোগী বাবু।
প্রচার উপলক্ষে ছবির দুই প্রতিদ্বন্দ্বী হাজির হয়েছিলেন মুম্বইয়ের ইভেন্টে। সেখানে মুম্বই সংবাদসংস্থার কাছে "অ্যানিমল" অভিনেতা জানিয়েছেন, "সুরিয়া একজন অসাধারণ অভিনেতা। মানুষ হিসেবেও দারুন। অনেক দিন ইচ্ছে ছিল ওর সঙ্গে কাজ করার।"" সুরিয়ার কথায় ""এই ছবিতে ম্যাজিক যোগ করেছেন ববি! এই ছবিতে আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু আসলে আমরা ভাই-ভাই!""
১৭০০ থেকে ২০২৩- একজন নায়কের ৫০০ বছরের ভ্রমণ নিয়েই তৈরি হয়েছে "কাঙ্গুভা", জানিয়েছেন নির্মাতারা। তবে সকলেই খুশি লর্ড ববির প্রত্যাবর্তনে।
