আজকাল ওয়েবডেস্ক: জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় এফআইআর করল রাজ্য সরকার। এই এফআইআরে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির। নিয়োগ মামলায় এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হল। বিধাননগর উত্তর থানায় জিটিএ-র স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। এর ভিত্তিতেই দায়ের করা হয়ে এফআইআর। পুলিশ সূত্রে খবর, পার্থ ছাড়াও এফআইআরে নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাং সহ সাত জনের। জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
