আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ পথ দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ল গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। আহত একাধিক।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি নেপালের দিকে যাচ্ছিল। নৈনিতালের বেতালঘাট এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। সেই সময় ২০০ মিটার গভীর খাদে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। খাদ থেকে ৮ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যু হয় গাড়ির চালকেরও।
দুর্ঘটনায় গাড়ির তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।