রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: দিমিত্রির গোলে জয়ে ফিরল মোহনবাগান, টিকে থাকল লিগ শিল্ডের লড়াইয়ে

Sampurna Chakraborty | ০৬ এপ্রিল ২০২৪ ১৯ : ২৯Sampurna Chakraborty


মোহনবাগান - (দিমিত্রি)

পাঞ্জাব -

আজকাল ওয়েবডেস্ক: লিগ শিল্ডের লড়াইয়ে টিকে থাকল মোহনবাগান। শনিবার বিকেলে দিল্লির দর্শকশূন্য স্টেডিয়ামে পাঞ্জাব এফসিকে ১-০ গোলে হারাল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোল দিমিত্রি পেত্রাতোসের। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দু"নম্বরে বাগান। সমসংখ্যক ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট মুম্বই সিটি এফসির। দু"দলেরই দুটো করে ম্যাচ বাকি। তারমধ্যে শেষ ম্যাচে মুখোমুখি মোহনবাগান-মুম্বই। এই ম্যাচই লিগ শিল্ড জয়ী নির্ধারণ করবে। আগের ম্যাচ হারায় এদিন পাহাড়প্রমাণ চাপ ছিল সবুজ মেরুন শিবিরে। টিকে থাকতে জিততেই হত। আহামরি ফুটবল না খেলতে পারলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় কলকাতার প্রধান। 

আগের দিন প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ছিলেন না আন্তোনিও হাবাস। অসুস্থতার জন্য এদিনও ডাগআউটে ছিলেন না বর্ষীয়ান কোচ। ম্যাচের দায়িত্ব ছিল ডেপুটি ম্যানুয়াল পেরেজের কাঁধে। আগের দিন তাঁর কোচিংয়েই হাবাস জমানায় প্রথম ম্যাচ হারে মোহনবাগান। তাই পাঞ্জাবের বিরুদ্ধে বাড়তি চাপ ছিল। তারওপর বিপক্ষ দলের কোচ ছিলেন বাগানের প্রাক্তনী শঙ্করলাল চক্রবর্তী। এদিন সাদিকুর পরিবর্তে প্রথম একাদশে ফেরেন জেসন কামিন্স। তিন পয়েন্টের লক্ষ্যে প্রথম থেকেই প্রেসিং ফুটবল খেলে মোহনবাগান। দ্বিতীয় মিনিটেই দিমিত্রির পাস থেকে বাইরে মারেন টাংরি। প্রথমার্ধে বল বেশিরভাগ মাঝমাঠেই ঘোরাফেরা করে। শুরুতে কিছুটা সতর্ক দেখায় বাগানকে। তবে বলের দখল বেশি ছিল কলকাতায় প্রধানের। প্রথমার্ধে কামিন্সকে বোতলবন্দি করে রাখে পাঞ্জাবের রক্ষণ। কিন্তু বিরতির আগেই আসে মাহেন্দ্রক্ষণ। 

পাঁচ ম্যাচে চার গোল। আইএসএলে দশ নম্বর গোল করে রয় কৃষ্ণকে ছুঁয়ে ফেললেন দিমিত্রি পেত্রাতোস। শুভাশিস বসুর পাস জেসন কামিন্সের পায়ে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে বাঁ পায়ের গড়ানো শটে গোল দিমিত্রি পেত্রাতোসের। অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের গোলে ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বিরতির আগেই সমতা ফেরাতে পারত পাঞ্জাব। ৪৫ মিনিটে লুকা ম্যাজেনের গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এর আগেও ৩০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিল শঙ্করলালের দল। কিন্তু গিলের শট বাঁচান বিশাল কাইত। বিরতির পরপরই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু ৩০ গজ দূর থেকে শুভাশিসের শট বাইরে যায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি লুকা-গিলের যুগলবন্দিতে গোলের সুযোগ পেয়েছিল পাঞ্জাব। কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৬২ মিনিটে ব্রেন্ডন হ্যামিলকে নামিয়ে রক্ষণ আরও আঁটোসাঁটো করেন হাবাসের ডেপুটি। দ্বিতীয়ার্ধে মন্থর গতিতে শুরু করলেও মাঝামাঝি থেকে ম্যাচের রাশ ধরে নেওয়ার চেষ্টা করে। একটি নিশ্চিত গোল বাঁচান হেক্টর ইউস্তে। গোললাইন থেকে ফেরত পাঠান বাগান ডিফেন্ডার। ম্যাচের অন্তিমলগ্নে গোলের সুযোগ এসেছিল সবুজ মেরুনের সামনেও। ৮৯ মিনিটে পরিবর্ত ফুটবলার লিস্টন কোলাসোর শট বাঁচান পাঞ্জাব কিপার রোহিত কুমার। 




নানান খবর

নানান খবর

দেখা গেল না ফিনিশার ধোনিকে, হেরে দুষলেন নিজেকে

ইডেনে নাইটদের বিরুদ্ধে নামার আগে রাজস্থান শিবিরে খারাপ খবর, শক্তি হারিয়ে নামছেন বৈভবরা

গোল করলেন মেসি, জয়ের রাস্তায় ফিরল মায়ামি

ভায়াদোলিদকে হারাল বার্সা, রিয়ালের থেকে এগিয়ে গেল সাত পয়েন্টে

'বৈভবকে আগলে রাখো', বিসিসিআই-এর কাছে অনুরোধ চ্যাপেলের, অজি গ্রেটের কথা কি শুনবে বোর্ড?

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

সোশ্যাল মিডিয়া