আজকাল ওয়েবডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় উরুগুয়ের বিপক্ষে ১৭ অক্টোবরের ম্যাচে বড়সড় আঘাত পান নেইমার জুনিয়র। হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে। সুস্থ হয়ে ফিরতে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের কারণে পুরো মরশুম মাঠের বাইরে থাকতে হবে তাকে। নেইমারের ওই হাঁটুর অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার। ব্রাজিল জাতীয় দলের শল্য চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে তার এই সার্জারি হবে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিষয়টি জানিয়েছে। ব্রাজিল কনফেডারেশন বিবৃতিতে বলেছে, বেলো হরিজেন্তে বৃহস্পতিবার নেইমারের অস্ত্রোপচার হবে। দলের চিকিৎসক লাসমার এই সার্জারি করাবেন। ব্রাজিলের তারকা নেইমারের কেরিয়ার আঘাতে জর্জরিত। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। ২০১৮ বিশ্বকাপের আগে লম্বা সময় আঘাতের কারণে বিশ্রামে ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত ৪২৪ দিন চোটের কারণে ফুটবলের বাইরে ছিলেন এই তারকা।
