আজকাল ওয়েবডেস্ক: ২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জানা গেছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘আমঘ’ উদ্ধার করেছে এই ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। ভারতীয় জলসীমায় ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিয়ে আটকে পড়েছিল জাহাজ ‘কামারুজ্জামান’। ৪ এপ্রিল এই উদ্ধারকার্য চালায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। প্রসঙ্গত, দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে ২০১৫ সালের ৬ জুন যে মৌ স্বাক্ষর হয়েছিল সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে কেউ বিপদে পড়লে একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অবৈধ, অপরাধমূলক কাজকর্ম হলে তার বিরুদ্ধে করা পদক্ষেপও গ্রহণ করতে পারবে দুই দেশ।
