শিবজ্যোতি রাজপুত, নাম তো শুনেইছেন! কী বিজ্ঞাপনী ছবি কী ‘স্পেশ্যাল অপস’-এর মতো সিরিজ। সবেতেই ছাপ ফেলেছেন অনায়াসে। এবার ‘ফতেহ’-এর পাশাপাশি আরও এক বিতর্কিত ছবি ‘জেএনইউ: জাহাঙ্গীর ইউনিভার্সিটি’তে ততধিক বিতর্কিত চরিত্র ‘শেহলা রশিদ’-এর ভূমিকায় অভিনয় করেছেন। তিনি জেএনইউ-এর একজন বিশিষ্ট কর্মী এবং প্রাক্তন ছাত্রনেতা। ছাত্রকর্মী থেকে ভারতীয় রাজনীতিতে নেতৃস্থানীয় কণ্ঠে পরিণত হওয়া পর্যন্ত শেহলার যাত্রাপথ ফুটিয়ে তুলবেন তিনি। ছবিতে অন্যতম অভিনেতা-সমাজকর্মী সোনু সুদও রয়েছেন।

ছবিতে যদিও চরিত্রের নাম বদলে হচ্ছে ‘সায়রা রশিদ’। অভিনীত চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে তাঁর কথায়, ‘‘সায়রা রশিদের চরিত্রে অভিনয় করতে কিছুটা দ্বিধা বোধ করছিলাম৷ যখন আবিষ্কার করলাম, সায়রা আদতে শেহলার ছায়ারূপ তখন আমার দৃষ্টিভঙ্গি বদলে গেল৷ এই ধরনের সাহসী চরিত্রে অভিনয় আমার কাছে এই প্রথম। তাই রাজি হওয়ার পরেও বারেবারে মনে হয়েছিল, আমি কি চরিত্র ফুটিয়ে তুলতে পারব? একথা পরিচালককে জিজ্ঞেসও করেছিলাম। তিনি আমার উপর ভরসা করেছিলেন। ওঁর এই বিশ্বাস আমায় আত্মবিশ্বাসী করেছিল।’’

চরিত্রকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে শিবজ্যোতি চিত্রনাট্য পড়ার পাশাপাশি পরিচালকের সঙ্গে একাধিক বার আলোচনায় বসেছেন। ইউটিউবে খুঁটিয়ে দেখেছেন শেহলা রশিদকে। বিনয় শর্মা পরিচালিত এই ছবিতে সোনু, শিবজ্যোতি ছাড়াও রয়েছেন রবি কিষেণ, বিজয় রাজ, পীযূশ মিশ্র প্রমুখ।