বড়দিনে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবিতেই নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একদিকে যখন ছবি বড়পর্দায় মুক্তি পেল, তখন আরেকদিকে ২৫ ডিসেম্বর পরিবারের সঙ্গে কাটালেন নায়িকা। ভাগ করে নিলেন বড়দিন উদ্‌যাপনের বেশ কিছু ছবি। বাদ দিলেন না ছবি মুক্তি পাওয়ার পর দর্শকদের তাঁকে নিয়ে উন্মাদনার ঝলক দেখাতে। 

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন সমাজমাধ্যমে তাঁদের ঘরোয়া ক্রিসমাস পার্টির একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে তাঁদের সকলেই লাল, কালো পোশাক দেখা গেল। অভিনেত্রী লাল টপ এবং কালো প্যান্ট পরেছিলেন। অন্যদিকে তাঁর বেটার হাফ, তথা পরিচালক রাজ চক্রবর্তীকে লাল হুডি এবং কালো জিন্সে দেখা গেল। শুভশ্রী এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে কোথাও রাজ তাঁর কপালে চুমু খাচ্ছেন, তো কোথাও আবার তাঁরা দুজন মিলে তাঁদের দুই সন্তান, ইউভান এবং ইয়ালিনিকে নিয়ে খেলতে ব্যস্ত। একটি ছবিতে মাকে চুমু খেতে দেখা যাচ্ছে ইয়ালিনি এবং ইউভানকে। পিছনে রয়েছে সান্টা, বেল, মোজা, আলো, ইত্যাদি দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি। হোম পার্টিতে হাজির ছিলেন তাঁদের বাড়ির অন্যান্যরাও। বাদ যায়নি পোষ্যও। ছিল এলাহি খাবার দাবারের আয়োজন। কেক থেকে শুরু করে চকলেট, পানীয়, ইত্যাদির ঢালাও ব্যবস্থা ছিল। এদিন এই ছবিগুলো পোস্ট করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'লা ফ্যামিলিয়া।' রোহন ভট্টাচার্য, সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় সিহি টলি পাড়ার একাধিক চেনা মুখ তাঁদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন এই পোস্টে। 

প্রসঙ্গত, বড়দিনেই মুক্তি পেয়েছে লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় দেখা যাচ্ছে বাংলার লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাই ছবি মুক্তি পেতেই বিনোদিনী থিয়েটারের সামনে তাঁর কাটআউটকে দুধ ঢেলে অভিষেক করা হয়। করা হয় আরতি। ফুলের মালাও পরানো হয়। বাদ যায়নি তাঁর ছবি, পোস্টার নিয়ে শোভাযাত্রা। সঙ্গে ঢাক ঢোল, খোল করতাল বাজিয়ে সংকীর্তন চলে। দর্শকদের থেকে এই ভালবাসা পেয়ে অভিভূত অভিনেত্রী। সেই মুহূর্তের টুকরো কোলাজ অনুরাগীদের সঙ্গে ভাগ করে জানান তিনি কৃতজ্ঞ। 

লহ গৌরাঙ্গের নাম রে ছবিটি সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেছেন। এখানে শ্রীচৈতন্যদেবের ভূমিকায় দেখা যাচ্ছে দিব্যজ্যোতি দত্তকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইশা সাহা, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনগুপ্ত, আরাত্রিকা মাইতি, প্রমুখ। এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া ছবিটির প্রযোজনা করেছে।