২৫ ডিসেম্বর যেন দেব এবং তাঁর আশেপাশের মানুষগুলোর জন্য আদতেই 'বড়দিন'। কারণ ২৫ ডিসেম্বরই যে তাঁর জন্মদিন। এই বছর ৪৩ বছরে পা দিলেন টলিউডের মেগাস্টার। বৃহস্পতিবার, বড়দিনের দিন যখন একদিকে তাঁর নতুন ছবি 'প্রজাপতি ২' বড়পর্দায় মুক্তি পেল, তখন আরেকদিকে রুক্মিণী মৈত্র তাঁর জীবনের বিশেষ মানুষটির জন্য জন্মদিনের বিশেষ আয়োজন করলেন। কারা হাজির ছিলেন দেবের বার্থডে পার্টিতে?
দেবের জন্মদিনের পার্টিতে হাজির থাকতে দেখা যায় অভিনেত্রী সোহিনী সরকার এবং তাঁর বেটার হাফ, তথা গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে। সোহিনী এদিন দেব, রুক্মিণী এবং শোভনের সঙ্গে দুটো ছবি ভাগ করে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। লেখেন, 'দেব তোমায় আরও একটা দুর্দান্ত বছরের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দে, মজায় কাটাও।' এই পোস্টেই তিনি রুক্মিণী মৈত্রকে ধন্যবাদ জানান 'এমন সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য'। প্রসঙ্গত, দেবের 'রঘু ডাকাত' ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলেন সোহিনী সরকার। সেই ছবিটি চলতি বছরের পুজোর সময়ই মুক্তি পেয়েছে। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করেছে।
দেবের বার্থডে পার্টিতে রুক্মিণী মৈত্র একটি কালো গাউন পরেছিলেন। প্রেমিকার সঙ্গে রং মিলন্তি করে দেবকেও অল ব্ল্যাক লুকে দেখা যায়। সোহিনী সরকার কালো টপ, জ্যাকেটের সঙ্গে লাল চেক চেক স্কার্ট পরেছিলেন। শোভন গঙ্গোপাধ্যায়ের পরনে ছিল লাল টিশার্ট, সাদা জ্যাকেট এবং প্যান্ট।
দেবের জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অঙ্কুশ হাজরা এবং তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা এদিন একটি কালো টপের সঙ্গে মেরুন কোট পরে এসেছিলেন। অঙ্কুশকেও অল ব্ল্যাক লুকে দেখা গিয়েছে। হাজির ছিল টলি পাড়ার আরও চেনা মুখেরা।
দেব অভিনীত 'প্রজাপতি ২' ছবিটি সদ্যই বড় পর্দায় মুক্তি পেয়েছে। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি 'প্রজাপতি' ছবির সিক্যুয়েল নয়। কিন্তু এখানেও উঠে এসেছে বাবা এবং সন্তানের সম্পর্কের কথা। দেবকে 'প্রজাপতি ২' ছবিতে সিঙ্গল ফাদারের চরিত্রে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, প্রমুখ। দেব এন্টারটেইনমেন্ট এবং বেঙ্গল টকিজ প্রযোজনা করেছে ছবিটির। ছবিটি মুক্তি পাওয়ার আগে হলে পোস্টার লাগার পরেও শো না পাওয়া নিয়ে পোস্ট করেন দেব। পরবর্তীতে ছবির প্রিমিয়ারে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন এবার এই ছবির শো সংখ্যা বাড়ানোর দায়িত্ব তাঁদেরই। যদিও বড়দিনে মুক্তি পাওয়া তিনটি বাংলা ছবির মধ্যে সব থেকে বেশি শো পেয়েছে 'প্রজাপতি ২'-ই।
