সুগারের রোগীদের জন্য সুখবর! ভারতে এসে গেল ওরাল ইনসুলিন, কী সেটা জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
২৬ ডিসেম্বর ২০২৫ ১৫ : ০৪
শেয়ার করুন
1
5
ইনহেলেশন থেরাপিতে (নিঃস্বাস) বিশ্বখ্যাত সিপলা ভারতের বাজারে আফ্রেজা চালু করেছে, যা বিশ্বের একমাত্র দ্রুত-কার্যকর ইনহেলড ইনসুলিন অর্থাৎ নিঃস্বাস নেওয়ার মাধ্যমেই নেওয়া যাবে ইনসুলিন। ছবি: প্রতীকী
2
5
এই ওষুধটি টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সূচ ছাড়া ইনসুলিন নেওয়ার নতুন পদ্ধতি হাজির করেছে। ছবি: প্রতীকী
3
5
ভারতে প্রায় ১০.১ কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের মধ্যে বহু রোগী ইনসুলিনের প্রয়োজন হলেও নিয়মিত চিকিৎসা করতে পারছেন না। ছবি: প্রতীকী
4
5
আমেরিকার তৈরি আফ্রেজা সিডিএসসিও’র অনুমোদনের পর সিপলার মাধ্যমে ভারতে হাজির হয়েছে এবং ছোট ইনহেলার ও একবার ব্যবহারযোগ্য কার্টিজে নিতে পারবেন রোগীরা। ছবি: প্রতীকী
5
5
দ্রুত কাজ করা এই ইনহেলড ইনসুলিন ইনজেকশনের ভয় ও সামাজিক সংকোচ কমিয়ে রোগীদের চিকিৎসায় আগ্রহ ধারাবাহিকতা বাড়াতে পারে বলে বিশেষজ্ঞদের মত। ছবি: প্রতীকী