জুটিতে মামা-ভাগ্নে
নতুন বছর শুরুর আগে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে ঘিরে ফের উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল আমির খান ও ইমরান খানকে। শুধু তাঁদেরই নয়, সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের আরও কয়েকজন সদস্যও। বিশেষ নজর কাড়লেন আমিরের বান্ধবী গৌরী স্প্র্যাট ও তাঁর ছেলে। মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন আমির ও ইমরান। তাঁদের আশপাশে দেখা যায় পরিবারের সদস্যদেরও, বিশেষ করে আমিরের বোন ও মা-কেও ক্যামেরাবন্দি করতে ব্যস্ত পাপারাৎজি। তবে সবচেয়ে বেশি নজর কাড়েন গৌরী স্প্র্যাট, যিনি সম্প্রতি আমিরের জীবনে গুরুত্বপূর্ণ উপস্থিতি হিসেবে বারবার উঠে আসছেন চর্চায়।
সবমিলিয়ে এই উপস্থিতি নতুন করে কৌতূহল জাগিয়েছে নেটিজেনদের মধ্যে। জল্পনা শুরু, সবাই কি একসঙ্গে কোনও বিশেষ ভ্যাকেশন ট্রিপে রওনা হলেন? নতুন বছরকে বাগত জানানোর অন্য কোনও চমক অপেক্ষা করছে, তা নিয়ে চলছে জোর গুঞ্জন।
অক্ষয়ের ‘ডাবল’ চমক
বলিউডে মাল্টি-স্টারার ছবির দুনিয়ায় যেন শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। ‘হাউসফুল ৫’-এর ১৮ জন তারকার জমজমাট কাস্টের পর এবার আরও বড় চমক নিয়ে হাজির হচ্ছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এই ছবিতে একসঙ্গে থাকছেন মোট ২৪ জন তারকা, যার মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, রবিনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পটানি, লারা দত্ত, তুষার কাপুর সহ আরও অনেকে। এত বড় তারকাসমৃদ্ধ কাস্ট শুধু বলিউডের জন্যই নয়, মূলধারার বাণিজ্যিক ঘরানার হিন্দি সিনেমার জন্যও এক নতুন ইঙ্গিত। সম্প্রতি মুম্বইয়ে বছরের শেষ শ্যুটিং শিডিউল শেষ করেছে টিম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তা স্মরণীয় করে তুলতে সোশ্যাল মিডিয়ায় একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিও শেয়ার করেন অক্ষয় কুমার। ভিডিওতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, ছবিতে দুটি আলাদা লুকে দেখা যাবে অক্ষয়কে। একটি তরুণ এবং অন্যটি কিছুটা পরিণত বয়সী চরিত্রে। আর এই দুটি ভিন্ন অবতারের ইঙ্গিতেই ছবির প্রতি কৌতূহল যেন আরও বেড়ে গেছে ভক্তদের।
শুটিং শেষের ঘোষণা করে অক্ষয় লিখেছেন, “আমাদের এই বিশাল টিমের পক্ষ থেকে সবাইকে মেরি ক্রিসমাস। ২০২৬ সালে প্রেক্ষাগৃহে আসছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এত বড় কিছুতে এর আগে কখনও কাজ করিনি—আমাদের কারও পক্ষেই এটাই প্রথম অভিজ্ঞতা।”
দৌড়ের গতি বাড়াচ্ছে ‘ধুরন্ধর’
বক্স অফিসে যেন অবিশ্বাস্য এক দৌড়ে রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। আদিত্য ধরের পরিচালনায় তৈরি এই স্পাই–অ্যাকশন থ্রিলার মুক্তির তিন সপ্তাহের মধ্যেই অনায়াসে পেরিয়ে গেছে ৬০০ কোটি টাকার ম্যাজিক ফিগার। আর ক্রিসমাসের উৎসবকে ঘিরে ছবির যা আয় এসেছে, তা আবারও প্রমাণ করল, রণবীরের এই ছবি এখনো অপ্রতিরোধ্য।
তথ্য সংস্থা স্যাকনিলকের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, মুক্তির ২১তম দিনে অর্থাৎ শুক্রবার রাত ১০টা পর্যন্ত ২৬ কোটি টাকা আয় করেছে ‘ধুরন্ধর’। ফলে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৬৩৩.৫ কোটি টাকা। বিশেষ দিক হল, একই দিনে আরও নতুন ছবি মুক্তি পেলেও তার কোনও প্রভাব পড়েনি ‘ধুরন্ধর’-এর ব্যবসায়। উল্টে ক্রিসমাস সপ্তাহেই ছবির কালেকশন আরও চাঙ্গা হয়েছে।
প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছিল ২০৭.২৫ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে সংগ্রহ করে ২৫৩.২৫ কোটি টাকা। ধারাবাহিক সাফল্যের ফলে এখন ছবির লক্ষ্য ৬৫০ কোটি টাকা, যা সপ্তাহান্তের মধ্যেই ছুঁতে পারে বলে আশা বক্স অফিস–বিশেষজ্ঞদের।
শুধু এই নয়, বহু ব্লকবাস্টারকেও পেছনে ফেলেছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই পিছনে ফেলেছে ‘স্ত্রী ২’এ-র ₹৫৯৮ কোটি এবং ‘ছাভা’–র ৬০১ কোটি টাকার ভারতীয় বক্স অফিস কালেকশন। বর্তমানে তালিকায় ‘ধুরন্ধর’-এর সামনে রয়েছে কেবল শাহরুখ খানের ‘জওয়ান’, যার আয় প্রায় ৬৪০ কোটি টাকা। আর সেই ব্যবধানও দ্রুত কমছে। বিশ্বব্যাপীও এই ছবির দৌড়ও সমান জোরদার। ট্রেড অ্যানালিস্টদের মতে, বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকা আয়ের মাইলস্টোন ছোঁয়ার পথে এগিয়ে চলেছে এই অ্যাকশন–থ্রিলার।
