আজকাল ওয়েবডেস্ক:‌ ভিস্তারা এয়ারলাইন্সে পাইলট সঙ্কট। যার জেরে মঙ্গলবার সকালে দেশ জুড়ে ভিস্তারার ৩৮টি বিমান বাতিল হয়েছে। এখনও অবধি মুম্বই থেকে ১৫টি, দিল্লি থেকে ১২টি এবং ১১টি বিমান বাতিল হয়েছে বেঙ্গালুরু থেকে। প্রসঙ্গত, সোমবারই ৫০টির বেশি বিমান বাতিলের পাশাপাশি ১৬০টি বিমান দেরিতে উড়েছিল। জানা যাচ্ছে সম্প্রতি ভিস্তারা সংস্থার তরফে কর্মীদের জন্য নয়া বেতন কাঠামো তৈরি হয়েছে। তাতেই ক্ষুব্ধ সংস্থার সঙ্গে যুক্ত কর্মী ও পাইলটরা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একসঙ্গে ছুটি নিয়েছেন অসংখ্য পাইলট। ভিস্তারা এয়ারলাইন্সের মুখপাত্র বলেছেন ‘‌সাম্প্রতিক সমস্যাকে গুরুত্ব দিয়ে অস্থায়ীভাবে একাধিক বিমান বাতিল করতে হয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে এবং সামর্থ অনুযায়ী পরিষেবা জারি রাখতে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হবে।’‌ যাত্রীদের এই সমস্যার জন্য কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। তবে সংস্থার দাবি, সাম্প্রতিক সমস্যাকে গুরুত্ব দিয়ে বেশি সংখ্যক যাত্রী একত্রে পরিবহণের জন্য বড় বিমানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিকল্প বিমানেরও ব্যবস্থা করা হচ্ছে। যে বিমানগুলি বাতিল হয়েছে তার ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হবে।