আজকাল ওয়েবডেস্ক: দিল্লি জুড়ে প্রতিবাদ আপ-এর। সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি তাদের। দিল্লি পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। সকালেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, মিছিলের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি আপ-কে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কোনও প্রকার বিক্ষভের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছিল। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। দিল্লির নির্দিষত কিছু জায়গায় যানবাহন চলাচল নিয়ে নির্দেশিকা দিয়েছে দিল্লি পুলিশ। তুঘলক রোড, সাফদারজং রোড এবং কামাল আতাতুর্ক মার্গে যানবাহন পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। সাধারণ মানুষকে সফদরজং রোড, আকবর রোড এবং তিন মূর্তি মার্গ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে নিরাপত্তার কথা ভেবে লোক কল্যাণ মার্গের মেট্রোর দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। সেখানে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে।