আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত, দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেপ্তার হলেন কুর্শিতে থাকা অবস্থায়। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি বাড়িতে গিয়ে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর গ্রেপ্তারিতে বৃহস্পতিবার রাতেই সুর চড়িয়েছেন বিজেপি বিরোধী দলের নেতা নেত্রীরা। ক্ষোভে ফুঁসছে আপ। শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ। বিক্ষোভের পারদ চড়ছে দিল্লিতে। পরিস্থিতি বিচারে আগেই একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। দিল্লি রেলওয়ে কর্পোরেশন আপের সদর দপ্তরের নিকটবর্তী মেট্রো স্টেশন সন্ধে পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। অন্যদিকে কেজরিওয়ালের বাড়ির সামনে ১৪৪ ধারা জারি থাকার পরেও, বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক করা হয়েছে আপ বিধায়ক রাখি বিড়লাকে।

আবগারি দুর্নীতি মামলায় ১০০ কোটি আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং-এর পর গ্রেপ্তার আপ সুপ্রিমো। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হলেও, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেছেন বলেও খবর সূত্রের। তদন্তের জন্য কেজরিওয়ালকে ১০ দিনের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যে প্রস্তুত রিমান্ড নোট। অন্যদিকে কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতের বিশেষ আদালতে।