শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Bike Rally: ‌অনুমোদনহীন বাইক মিছিল আটকাল পুলিশ,‌ অবরোধ শুরু লকেটের

Rajat Bose | ১৫ মার্চ ২০২৪ ১৭ : ০২Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে লাগাতার দলীয় কর্মসূচি বিজেপি সাংসদের। এবার প্রশাসনের কড়া নির্দেশিকা উপেক্ষা করে বাইক মিছিল শুরু হতেই তা আটকাল পুলিশ। সম্প্রতি সংসদের নেতৃত্বে পুলিশ কমিশনারের দপ্তরে স্মারক জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় জেলা সদর। বিজেপির সেই কর্মসূচির কোনও অনুমোদন ছিল না। ফলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ। এদিকে সরকারি অনুমোদন দূরস্থান, কোনওরকম আগাম সূচনা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় শনিবার বাইক মিছিলের কর্মসূচি ঘোষণা করেন সাংসদ। বিষয়টি নজরে পড়তেই অবাক হয় জেলা প্রশাসন। সম্প্রতি জেলার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে বাইক মিছিল করা যাবে না, এই মর্মে নির্দেশ দেওয়া হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের। তার পরেও জেলার চার মহকুমায় পুনরায় একইভাবে বৈঠক ডেকে প্রশাসনের তরফে রাজনৈতিক দলগুলিকে বাইক মিছিল থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় খোদ সাংসদের এমন কর্মসূচির খবর জেলা প্রশাসনের কর্তাদের চিন্তায় ফেলে। সঙ্গে সঙ্গেই চিঠি দিয়ে জেলা বিজেপিকে কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলেন এসিপি ওয়ান সৌমেন ব্যানার্জি। কিন্তু এদিন সকালে নির্ধারিত সময়ে মানকুন্ডুর বাড়ি থেকে ভদ্রেশ্বর গেট বাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন লকেট চ্যাটার্জি। আগে থেকেই প্রস্তুত ছিল চন্দননগর কমিশনারেটের পুলিশ। গোটা রাস্তা কার্যত মুড়ে ফেলা হয়েছিল পুলিশে। চন্দননগর বারাসাত গেট এলাকায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয় সাংসদকে। এরপর পায়ে হেঁটেই ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল গেটে যান লকেট। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে গেট বাজার এলাকা অবরোধ করেন লকেট। বসে পড়েন রাস্তায়। এদিন সাংসদ অভিযোগ করেন, রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাই বিজেপির কর্মসূচিতে আসা কর্মীদের বাইক ধরে কেস দিয়েছে। এদিকে, বাইক মিছিলের কথা অস্বীকার করেন সাংসদ। অবরোধের জেরে গোটা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ধরনের রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সব দলের ক্ষেত্রেই প্রশাসনিক অনুমোদন আবশ্যক। অফিস টাইমে রাস্তা আটকে দলীয় কর্মসূচি করা যায় না। এটা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু আইন রয়েছে। তাছাড়া আরোহীদের হেলমেট ছিল না। তাই আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে। 



ছবি:‌ পার্থ রাহা 




নানান খবর

নানান খবর

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া