আজকাল ওয়েবডেস্ক : নির্বাচন কমিশনার নিয়োগে নতুন আইনে এখনই বাধা দেওয়া যাবে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী ২১ মার্চ এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে। এদিন দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় এই বিষয়টি নিয়ে সংসদে যে আইনটি পাস হয়েছে তাঁর ভিত্তিতেই নিযুক্ত হয়েছেন দুজন। সুপ্রিম কোর্ট সেই নিয়োগে বাধা দেবে না। প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার যে মামলা দায়ের হয়েছে সেখানেও বাধা দেয়নি আদালত। মামলাকারীদের বলা হয়েছে এই বিষয়টি নিয়ে আলাদা করে মামলা করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২১ মার্চ।