আজকাল ওয়েবডেস্ক : এথিক্স কমিটির মুখোমুখি হওয়ার আগে ফের একবার এথিক্স কমিটি নিয়ে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া জানিয়েছেন, লোকসভার এথিক্স কমিটির অপরাধী ধরার ক্ষমতা নেই। তারা শুধু অভিযোগের ভিত্তিতে বয়ান নিতে পারেন। এর বাইরে তারা আর কিছু করতে পারেন না। প্রসঙ্গত বৃহস্পতিবারই এথিক্স কমিটির তলবে তাদের মুখোমুখি হতে চলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া জানিয়েছেন, এথিক্স কমিটি আমাকে ডেকেছে, বিষয়টি নিয়ে মিডিয়াতে অহেতুক জলঘোলা হয়ে চলেছে। সেখানে হাজিরা দিলেই আমি বিষয়টি আরও পরিস্কার করতে পারব।সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিজেপি সরকার যেভাবে বিরোধী দলগুলিকে হেনস্থা করছে তা নিয়ে সরব হন মহুয়া। ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে এবিষয়ে ফের একবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলেই মনে করেন মহুয়া।সংসদের আইডি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাকে খণ্ডন করে মহুয়ার দাবি অন্য আইডিগুলিও বিভিন্ন ক্ষেত্রে অন্যদের হাতে রয়েছে, কিন্তু তা নিয়ে বিজেপি কেন টু শব্দটি খরচ করছে না। এথিক্স কমিটি কোনও অপরাধীর বিচার করতে পারে না। সেখানে শুধু নাম কা ওয়াস্তে তার কাছে গিয়ে বয়ান রেকর্ড করা অর্থহীন। প্রধানমন্ত্রী এবং আদানি নিয়ে কোনও কথা উচ্চারিত হলেই বিজেপির শীর্ষনেতৃত্ব কোমর বেঁধে নেমে পড়ছে। কিন্তু এতসব কিছু করেও কোনও লাভ হবে না, দাবি মহুয়ার।