‘‘গুজবে কান দিবেন না’’, তাঁর ফেসবুক পাতায় এমনই বার্তা জ্বলজ্বল করছে!

কারণ, টাটকা গুঞ্জন, শ্রীলেখা মিত্র হুগলিতে বামদলের হয়ে লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন। রবিবার ব্রিগেডে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে ওই কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চাল হিসেবে বিজেপি দাঁড় করাচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে। এরপরেই জোর জল্পনা, পিছিয়ে নেই বামদলও। তারা শ্রীলেখাকে বেছে নিয়েছেন।

জল্পনা জোরালো হতেই আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। শ্রীলেখার সপাট জবাব, ‘‘আমি অবশ্যই রাজনৈতিকমনস্ক। কিন্তু রাজনীতিবিদ নই। একই ভাবে বামদল সমর্থন করি। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দলের সঙ্গে বা দলীয় কাজকর্মের সঙ্গে কোনও ভাবে যুক্ত নই।’’ প্রশ্ন তোলেন, তিনি বিশেষ কোনও রাজনৈতিক মঞ্চ থেকে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নন। তা হলে কেন রাজনৈতিক দল তাঁকে বেছে নেবেন?

তারপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁর রসিকতা, ‘‘মানুষের চেয়ে কুকুর-বিড়ালের সেবা করতে ভালবাসি। তা ছাড়া যে দলকে সমর্থন করি তারা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে চেনা-পরিচিত আছে বলেই টিকিট দেন না।’’