আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগে রাজনৈতিক দলগুলি যখন ব্যস্ত প্রার্থী তালিকা তৈরিতে, ঠিক তখনই জল্পনা তুঙ্গে, ভোট লড়বেন না মল্লিকার্জুন খাড়গে। দিন কয়েক আগে পর্যন্ত গেরুয়া শিবির বিরোধী জোট খাড়গেকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চেয়েছিল। এতদিন জল্পনা ছিল কর্ণাটক থেকে নির্বাচন লড়বেন তিনি। তার মাঝেই আচমকা জল্পনা, তিনি ভোট লড়বেন না। কিন্তু কেন? জানা যাচ্ছে, তিনি মনে করছেন, ব্যক্তি প্রচারের বাইরে গিয়ে, সামগ্রিক বিষয়ে দেখভাল করতে হবে তাঁকে। মনে করা হচ্ছে, কর্ণাটকের নিজের আসনে তিনি রাধাকৃষ্ণন দোদ্দামনির নাম সুপারিশ করবেন। কিন্তু ভোটের প্রাক্কালে বর্ষীয়ান নেতার ভোট না লড়ার মনোভাব হাত শিবিরকে চিন্তায় ফেলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
Mallikarjun Kharge: ভোট লড়বেন না খাড়গে! তুঙ্গে জল্পনা
আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগে রাজনৈতিক দলগুলি যখন ব্যস্ত প্রার্থী তালিকা তৈরিতে, ঠিক তখনই জল্পনা তুঙ্গে, ভোট লড়বেন না মল্লিকার্জুন খাড়গে। দিন কয়েক আগে পর্যন্ত গেরুয়া শিবির বিরোধী জোট খাড়গেকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চেয়েছিল। এতদিন জল্পনা ছিল কর্ণাটক থেকে নির্বাচন লড়বেন তিনি। তার মাঝেই আচমকা জল্পনা, তিনি ভোট লড়বেন না। কিন্তু কেন? জানা যাচ্ছে, তিনি মনে করছেন, ব্যক্তি প্রচারের বাইরে গিয়ে, সামগ্রিক বিষয়ে দেখভাল করতে হবে তাঁকে। মনে করা হচ্ছে, কর্ণাটকের নিজের আসনে তিনি রাধাকৃষ্ণন দোদ্দামনির নাম সুপারিশ করবেন। কিন্তু ভোটের প্রাক্কালে বর্ষীয়ান নেতার ভোট না লড়ার মনোভাব হাত শিবিরকে চিন্তায় ফেলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
