আজকাল ওয়েবডেস্ক:‌ জিম্বাবোয়ের কুন্ডাই মাতিগিমুর টেস্ট অভিষেক হয়ে থাকল রীতিমতো লজ্জার। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় এই পেসারের। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ৩৬৭ রান করে ফেলায় একটা ইনিংসেই মাত্র বল করার সুযোগ পেয়েছেন মাতিগিমু। মাতিগিমু ২১.৩ ওভার বল করে দিয়েছেন ১২৪ রান। উইকেট নিয়েছেন দুটি। দুই ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছেন। আর দু’‌বারই করেছেন শূন্য। এখানেই অবশ্য শেষ নয়। আরও কীর্তি গড়েছেন তিনি। যা রীতিমতো লজ্জার।


বুলাওয়ে টেস্টের ৭২ তম ওভারে তিনি বল করছিলেন। তাঁর সামনে তখন ব্যাট করছিলেন দক্ষিণ আফ্রিকার হুয়ান দ্রে। তাঁর ব্যাট থেকে একটা বল সোজা মাতিগিমুর হাতেই আসে। কোনও কিছু না ভেবে তিনি সেই বলটি জোরে ছুড়ে দেন হুয়ানের দিকে। যা সোজা এসে লাগে হুয়ানের হাতে। এই কাণ্ডের জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে মাতিগিমুর। আইসিসির বিধির ২.৯ ধারা ভেঙেছেন ২৭ বছর বয়সি পেসার। পরে তিনি ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে ক্ষমাও চেয়ে নেন। 
অভিষেক টেস্টেই এতসব কাণ্ড ঘটিয়েছেন জিম্বাবোয়ের পেসার। অন্যদিকে টেস্টটি জিম্বাবোয়ে এক ইনিংস ও ২৩৬ রানে হেরেছে।