আজকাল ওয়েবডেস্ক: কোর্টনি ওয়ালশ বল হাতে ছিলেন ভয়ঙ্কর। আর ব্যাট হাতে ঘটাতেন অবিশ্বাস্য সব ঘটনা। সেই ওয়েস্ট ইন্ডিয়ান পেসার এবার নতুন দায়িত্বে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবোয়ের বোলিং পরামর্শদাতা হলেন তিনি। জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে কোর্টনি ওয়ালশ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুরু করে দিয়েছেন কাজ।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই পেস বোলার প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ টেস্ট উইকেট ঝুলিতে পুরে রেকর্ড গড়েছিলেন।
এর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজে মহিলা দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ওয়ালশ জিম্বাবোয়ে মহিলা দলের পরামর্শদাতা ছিলেন। এবার পুরুষ দলের বোলিং পরামর্শদাতা।
ওয়ালশ বলেন, ''সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলে বিশ্বকাপে আমাদের সুযোগ রয়েছে। জিম্বাবোয়ের আগ্রাসী ক্রিকেট আমাকে মুগ্ধ করেছে।''
সিকন্দার রাজার নেতৃত্বে জিম্বাবোয়ে এবার খেলতে নামবে বিশ্বকাপ। স্কোয়াডে দ্রুতগতির বোলার হিসেবে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা ও তিনোটেন্ডা মাপোসা।
ব্র্যাড ইভান্স ও তাশিঙ্গা মুসেকিওয়া সিম-বোলিং অলরাউন্ডার। স্পিন বিভাগে রয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, গ্রেম ক্রেমার ও রাজা। দলটা বেশ ভাল। কোর্টনি ওয়ালসের অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করবে। ওয়ালশের পরামর্শ কাজে লাগবে সিকন্দর রাজাদের।
জিম্বাবোয়ে রয়েছে গ্রুপ বি-তে। জিম্বাবোয়ের সঙ্গে গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় হবে জিম্বাবোয়ের খেলাগুলো। ঐগের বার খেলতে পারেনি জিম্বাবোয়ে। এবার হয়তো চমকে দেবে ক্রিকেট বিশ্বকে।
