আজকাল ওয়েবডেস্ক: চারদিন আগে শেষ হয়েছে উচ্চমাধ্যমিক। পরীক্ষা শেষের চারদিনের মাথায় ক্রিকেটের নন্দনকানন মজেছিল কিং কোহলি বনাম কিং খানের যুদ্ধে। শনিবারের হাইভোল্টেজ ম্যাচ দেখতে কানায় কানায় ভরে গিয়েছিল ইডেন গার্ডেন্স। আর আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ঠিক তারপরেই ঘটে গেল এমন এক ঘটনা যার জন্য খেলা বন্ধ রইল বেশ কিছুক্ষণ। চেনা মেজাজে অর্ধশতরান করে ইডেনকে ব্যাট উঁচু করে দেখিয়ে ফের স্টান্স নিচ্ছিলেন বিরাট।
ঠিক সেই সময়েই মাঠে ঢুকে পড়ে এক কিশোর। দৌড়ে এসে সে সোজা শুয়ে পড়ে বিরাটের পায়ে। কিন্তু তারপর থেকেই সে রয়েছে পুলিশ হেফাজতে। কারণ, নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে ব্যারিকেড টপকে নিজের ‘ভগবানের’ কাছে পৌঁছে গিয়েছিল সদ্য উচ্চমাধ্যমিক দেওয়া ওই কিশোর। এবার উচ্চমাধ্যমিক দেওয়া বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা আদ্যপান্ত কোহলি ভক্ত। মাঠে ঢুকে সোজা সে শুয়ে পড়ে বিরাট কোহলির পায়ে। বিরাট তাঁকে সেই অবস্থা থেকে তুলে জড়িয়ে ধরেন। নিরাপত্তারক্ষীরা এসে ঋতুপর্ণকে মাঠ থেকে বের করে নিয়ে যান।
তারপর থেকে সে রয়েছে পুলিশি হেফাজতেই। জানা গিয়েছে, তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের অপরাধমূলক অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে আদালতে পেশ করা হয়। তবে এতকিছুর পরেও ঋতুপর্ণের মুখে শুধুই কোহলির নাম। তার কথায়, ‘বিরাট আমার ভগবান’। উল্লেখ্য, আইপিএলের ১৮তম সংস্করণের উদ্বোধনী আরসিবি সাত উইকেটে হারিয়েছে কেকেআরকে। অর্ধশতরান করেন কোহলি এবং ফিল সল্ট। তিনটি উইকেট নেন ক্রুনাল পাণ্ডেয়া।
