আজকাল ওয়েবডেস্ক: ডনের দেশে যশলাভ যশস্বী জয়সওয়ালের। একসময়ে ফুচকা বিক্রি করেছেন। নিদারুণ দারিদ্রের মধ্যে দিন কাটাতে হয়েছিল তাঁকে। সেই যশস্বী জয়সওয়ালের ব্যাট কথা বলছে এখন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ধুঁকতে থাকা ভারতীয় দলের ব্যাটিংয়ে তিনিই বিশল্যকরণীর সন্ধান দেন। তিনি সেঞ্চুরি হাঁকালেন, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে 'দাদাগিরি' দেখালেন, তাঁর ব্যাট ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছে প্রথম টেস্টে।
রবিবার জশ হ্যাজলউডকে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন যশস্বী। তরুণতম ভারতীয় ক্রিকেটার হিসাবে ডনের দেশে টেস্ট শতরান ২২ বছরের যশস্বীর। এরকম আরও কত যে নজির গড়বেন এই তরুণ ব্যাটার, তার হদিশ দেবে আগামী।
হ্যাজলউডকে মারা যশস্বীর ছক্কা নিয়ে তৈরি হয়েছিল সামান্য ধন্দ। এমন অবশ্য হয়েই থাকে ক্রিকেটমাঠে। পরে অবশ্য জানা যায় যশস্বীর মারা বল সরাসরি বাউন্ডারি অতিক্রম করে। মাঠে কোথাও ড্রপ পড়েনি।ছক্কা মেরে নার্ভাস নাইন্টি থেকে সরাসরি সেঞ্চুরি। যশস্বীর ডাকাবুকো ব্যাটিং দেখে আর স্থির থাকতে পারল কোথায় গ্যালারি। উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাল। কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি এটি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান তাঁর।
ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছে যশস্বী জায়গা করে নিলেন লিজেন্ডদের সঙ্গে। ২০০১ সালের পর এখনও পর্যন্ত তিনজন বিদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার মাটিতে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল। আর এবার পার্থে যশস্বী।
তাঁর সেঞ্চুরি ছাড়াও তৃতীয় দিনের ষষ্ঠ ওভারে প্রথম উইকেটটি পড়ে ভারতের। মিচেল স্টার্কের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন রাহুল। রাহুল আউট হন ১৭৬ বলে ৭৭ রান করে। ওপেনিং জুটিতে যশস্বী ও কেএল রাহুল ২০১ রান জোড়েন। প্রথম দিন ভারতের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়লেও পারথ টেস্টে ভারত কিন্তু সুবিধাজনক অবস্থাতেই রয়েছে।
