আজকাল ওয়েবডেস্ক: কে ভেবেছিল প্রথম ইনিংসে ১১ জন ব্যাটার মিলে যে রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে প্রথম দুজন মিলেই সেই রান টপকে দেবেন? কাজটা যে এতটা সহজ হবে, তা হয়তো ভারতীয় দলের কেউই ভাবতে পারেননি।

১৭২ রানের পার্টনারশিপের পর যখন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল প্যাভিলিয়নে ফিরছেন, কোহলি স্যালুট জানালেন। সেঞ্চুরির দোরগোড়ায় যশস্বী জয়সওয়াল। এই রান করার পথে রেকর্ড বইয়ের পাতায় নাম তুলে নিয়েছেন যশস্বী। টেস্ট ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সব চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের মালিক তিনিই। 

৯০ রান করার পথে যশস্বী মেরেছেন দুটি ছয়। প্রথম ছক্কাটি মেরে তিনি ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন  ব্রেন্ডন ম্যাকালামকে। ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে নজির গড়েছিলেন কিউয়ি তারকা। দ্বিতীয় ছক্কায় যশস্বী ছাপিয়ে যান ম্যাকালামকে। ৯টি টেস্টে ম্যাককালাম মেরেছিলেন ৩৩টি ছক্কা। জয়সওয়াল ৩৪টি ছক্কা মারেন ১২টি টেস্টে। 

২০২২ সালে ২৬টি ছক্কা মেরে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় বেন স্টোকস। এক ক্যালেন্ডার ইয়ারে ২২টি ছক্কা মেরে তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট, ২০০৮ সালে সমসংখ্যক ছক্কা হাঁকিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগও।